প্রিয় পজিশনে থিতু হতে চান মিঠুন

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ওয়ানডের মত টেস্টেও পাঁচ নম্বর পজিশনে থিতু হতে চান মোহাম্মাদ মিঠুন। তবে এই পজিশন নিজের জন্য পাকা করতে যে পারফর্মেন্স ছাড়া আর কোন পথ খোলা নেই সেটা বেশ ভালো ভাবেই জানা আছে তাঁর। প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন উন্নতি করার।
কিন্তু মিঠুন জানেন যে প্রতিদিন ভালো খেলা সম্ভব নয়। তবে পাঁচ নম্বর পজিশনে ব্যাট করাটাকে নিজের ক্যারিয়ারের জন্য বড় পাওয়া হিসেবে দেখছেন এই ডানহাতি ব্যাটসম্যান। সাংবাদিকদের সাথে আলাপকালে মিঠুন বলেন,

'খুব ভালো একটা জায়গায় আমার সুযোগ হচ্ছে। এটা অবশ্যই আমার জন্য বড় পাওয়া, যে আমি একটা ভালো জায়গায় ব্যাটিং করছি। দেখেন জায়গাটা পাকা করতে হলে অবশ্যই পারফর্মেন্স দিয়ে পাকা করতে হবে। আমি চেষ্টা করছি ডে বাই ডে উন্নতি করার।
নিজের সেরা দেয়ার চেষ্টা করি। তারপরও সব ইনিংসে তো সফল হওয়া সম্ভব না। অনেক সময় কন্ডিশনের জন্য, অনেক সময় নিজে ভুল করি। এর মধ্যে থেকে ফিরে আসার করার চেষ্টা করছি। আমি আমার সর্বাত্মক চেষ্টা করে যাবো।'
এদিকে মিঠুন আরও মনে করেন, নিজের পছন্দের পজিশনে ব্যাট করলে বাড়তি সুবিধা পাওয়া যায়। অভ্যস্ত পজিশনে ব্যাট করলে সেটাকে নতুন মনে হয়না কারও কাছে। পাঁচ নম্বর পজিশন তাঁর নিজের বলে এখানে খেলে উপভোগ করেন তিনি।
'অবশ্যই আপনি যখন নিজের পছন্দের পজিশনে ব্যাট করবেন তখন অবশ্যই একটা সুবিধা থাকে। অনেক দিন যেই জায়গায় ব্যাট করে অভ্যস্ত, সেই জায়গায় ব্যাট করলে জিনিসটা নতুন মনে হয় না।
অন্য জায়গায় ব্যাট করলে জিনিসটা আননোন মনে হবে। এখন ওইরকম না। আমি যেখানে ব্যাট করে অভ্যস্ত, সে জাগায় ব্যাটিং পাচ্ছি। নতুন কিছু মনে হয় না। আমি আগেও খেলেছি, আর জায়গাটা আমি অনেক উপভোগ করি।'