promotional_ad

তাইজুলের লড়াইটা নিজের সঙ্গেই

promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


টেস্ট দলের নিয়মিত সদস্য হলেও তাইজুল ইসলামকে রঙ্গিন জার্সিতে সর্বশেষ দেখা গিয়েছিল ২০১৪ সালে। পারফর্মেন্স দিয়ে সাদা পোশাকে নিজেকে আরও উচ্চতায় নিয়ে গিয়েছেন তিনি। কিন্তু রঙ্গিন জার্সিতে যখন বাংলাদেশ দল লড়াই করে তখন তাইজুলকে লড়তে হয় নিজের সঙ্গে।


বাঁহাতি এই স্পিনার কোনভাবেই পিছিয়ে যেতে চান না। তাই সব সময়ই চেষ্টা করেন নিজেকে সামনে এগিয়ে রাখার। শুধু মাত্র টেস্ট দলের সদস্য হওয়াটাকে বাড়তি চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তাইজুল।


কারণ নিয়মিত ক্রিকেটের মধ্যে না থাকলে নিজেকে হারিয়ে বসতে পারেন তিনি। তাই অনুশীলন এবং ঘরোয়া লীগ খেলে নিজেকে খেলার মধ্যে রাখেন এই স্পিনার। সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন,


promotional_ad

'ওই সময় আর কি করার, যদি ঘরোয়া লীগ থাকে ঘরোয়া লীগ খেলি। এছাড়া নিজের অনুশীলন করি। নিজের মধ্যে চ্যালেঞ্জটা অবশ্যই থাকতে হবে।


নিজে যদি মন দিয়ে কাজ না করি তাহলে আমি নিজেই পেছনে যাবো। আমি যতটুকু পারি যে নিজেকে সামনে রাখার জন্য।'


এদিকে দলে জায়গা ধরে রাখতে সব সময়ই প্রতিযোগিতার মধ্যে থাকতে হয়। পারফর্ম করেই জায়গা টিকিয়ে রাখতে হয়। দলের প্রত্যেক ক্রিকেটারের ক্ষেত্রেই এটা প্রযোজ্য।  


তাইজুলের চোখে ক্রিকেট প্রতিযোগিতার খেলা। আর তাঁর জানা আছে যে, পারফর্ম করতে না পারলে ফলাফল কি হতে পারে। মাঝে মাঝে ম্যাচ পরিস্থিতির কারণে বসে থাকলে সেখানে কিছু করার থাকেনা বলেও জানান তিনি। তাঁর ভাষায়,


'মাথায় যদি আপনি রাখেন অনেক কিছুই মাথায় রাখতে হয়। আবার মাথায় না রাখলে কিছুই না। আসলে খেলাটাই তো প্রতিযোগিতা। ভালো খেললে অবশ্যই থাকব, না খেললে থাকব না।
 
অনেক সময় ম্যাচ পরিস্থিতির কারণে বসে থাকা হতে পারে, আসলে মেনে নিতে হয়। কিন্তু পারফর্মেন্স করতে হবে।'


  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball