promotional_ad

ইংলিশদের উড়িয়ে চতুর্থ শিরোপা জয় অজিদের

অস্ট্রেলিয়া নারী দল
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে চতুর্থবারের মত নারী টি-টুয়েন্টি বিশ্বকাপের শিরোপা নিজেদের ঘরে তুলেছে অস্ট্রেলিয়া। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস ক্রিকেট স্টেডিয়ামে ইংলিশদের ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে অজিরা।


এই ম্যাচে বলা চলে অনেকটা একচেটিয়াভাবেই আধিপত্য দেখিয়েছে মেগ ল্যানিংয়ের অস্ট্রেলিয়া দল। এদিন শুরুতে টসে জিতে ব্যাটিং করতে নামা ইংলিশদের মাত্র ১০৫ রানে গুঁটিয়ে দিয়ে জয়ের ভিত তখনই অনেকটা গড়ে দিয়েছিলেন অ্যাশলেইঘ গার্ডনার, জর্জিয়া ওয়ারেহাম এবং মেগান স্কটরা।  


ডানহাতি স্পিনার গার্ডনার মাত্র ২২ রান খরচায় ৩টি উইকেট শিকার করেছেন। অপরদিকে লেগস্পিনার ওয়ারেহাম এবং পেসার স্কট পেয়েছেন ২টি করে উইকেট।


ইংলিশদের এই ১০৫ রানের পুঁজির সিংহভাগ অংশ এসেছে ওপেনার ড্যানিয়েল ওয়াট এবং অধিনায়ক হেদার নাইটের ব্যাট থেকে। ওয়াট ৩৭ বলে ৪৭ ও নাইট ২৮ বলে ২৫ রান করেন। এছাড়া আর কোন ব্যাটসম্যানই দুই অঙ্কের ঘরে পা রাখতে পারেননি। 


১০৬ রানের মামুলি এই লক্ষ্য একেবারেই কঠিন কিছু হয়ে উঠতে পারেনি অজিদের। কেননা দুই ওপেনার বেথ মুনি (১৪) এবং অ্যালিসা হিলির (২২) উইকেট দুটি হারালেও গার্ডনার ও অধিনায়ক ল্যানিংয়ের ব্যাটে জয় নিয়েই মাঠ ছাড়ে অজিরা। গার্ডনার ৩৩ এবং ল্যানিং ২৮ রানে অপরাজিত থেকেই মাঠ ছাড়েন। 



promotional_ad

৩ উইকেট এবং ৩৩ রান করার সুবাদে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন অ্যাশলেইঘ গার্ডনার। 


ইংল্যান্ড একাদশঃ


ড্যানিয়েল ওয়াট, ট্যামি বিউমন্ট, অ্যামি জোন্স (উইকেটরক্ষক), নাটালি স্কিভার, হেদার নাইট (অধিনায়ক), লরেন উইনফিল্ড, সোফিয়া ডাঙ্কলি, আনিয়া স্রুবসোল, ড্যানিয়েল হ্যাজেল, সোফি একলেস্টন, ক্রিস্টি গর্ডন।


অস্ট্রেলিয়া একাদশঃ 


বেথ মুনি, অ্যালিসা হিলি (উইকেটরক্ষক), অ্যাশলেইঘ গার্ডনার, মেগ ল্যানিং (অধিনায়ক), র‍্যাচেল হাইনস, এলিস ভিলানি, এলিস পেরি, সোফি মলিনিউক্স, ডেলিসা কিমিন্স, জর্জিয়া ওয়ারেহাম, মেগান স্কট।


সংক্ষিপ্ত স্কোর- 



টস- ইংল্যান্ড (ব্যাটিং) 


ইংল্যান্ডঃ ১০৫/১০ (১৯.৪ ওভার) (ওয়াট- ৪৩, নাইট- ২৫) (গার্ডনার- ৩/২২, ওয়ারেহাম- ২/১১) 


অস্ট্রেলিয়াঃ ১০৬/২ (১৫.১ ওভার) (গার্ডনার- ৩৩, ল্যানিং-২৮) (একলেস্টন-১/২২, হ্যাজেল- ১/১৯) 


ফলাফল- অস্ট্রেলিয়া ৮ উইকেটে জয়ী



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball