এই অর্জনও তুচ্ছ হতে পারত পরাজয়ের গ্লানিতে

ছবি: সাকিব আল হাসান

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
একই সাথে ২০০ উইকেট শিকার এবং ৩ হাজারের ওপরে রান নিয়ে রেকর্ড বুকে নাম লিখিয়ে ফেলেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। অসামান্য এই কীর্তি গড়ার পরেও আবেগে ভাসতে নারাজ তিনি।
সাকিবের মতে উইন্ডিজদের বিপক্ষে বাংলাদেশ জয় পেয়েছে বলেই এই অর্জনগুলো নিয়ে কথা বেশি হচ্ছে। কিন্তু মুদ্রার উল্টো পিঠ দেখা যেত যদি পরাজয়ের কাতারে নাম লেখাত তাঁর দল। সেক্ষেত্রে অর্জন নিয়ে নয়, বরং পরাজয়ের ব্যাখ্যাই বেশি দিতে হত অধিনায়ককে,

'ম্যাচ না জিতলে, দল যদি ভালো ফলাফল না করে তখন এই সাফল্যগুলো আসলে সেভাবে প্রকাশ করা যায় না। এখন এসব নিয়ে প্রশ্ন হচ্ছে, তখন হারের ব্যাখ্যা নিয়েই প্রশ্ন আসতো। অনুভূতিগুলো আসলে একটার সাথে আরেকটা সম্পর্কিত। যখন দল ভালো করার সাথে ব্যক্তিগত অর্জন আসে, তখন ভালো লাগে,' বলেছেন সাকিব।
দলের প্রয়োজনে অবদান রাখতে পারলে এবং দল জয় পেলে একটা সময় প্রতিটি অর্জন নিজের কাছে ধরা দিবে বলেও বিশ্বাস করেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। সেই প্রসঙ্গে টেনেই তিনি বলছিলেন,
'তবে উল্টোটা হলে তখন খুব একটা মানে থাকে না। এই কারণেই আমি বলি, যত বেশি দল জিততে থাকবে, আমি যদি অবদান রাখতে পারি তাহলে আসলে এই অর্জনগুলো একটা সময় চলেই আসবে।'
টাইগার দলপতি আরও যোগ করেছেন, 'আমি জানি না, হয়তো খুশি লাগে, তবে আমি বুঝতে পারি না আসলে। যেটা হচ্ছে যে, যখন ম্যাচটা জিতে যাই, তখন খুশিটা একটু বেশি লাগে।'