তাইজুল অসম্ভব রকম পরিশ্রম করেঃ সাকিব

ছবি: সাকিব আল হাসান

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
টানা দুইটি টেস্ট সিরিজে দারুণ বোলিং পারফর্মেন্স উপহার দিয়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে ১৮ উইকেট নেয়ার পর উইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে নিয়েছেন ৭ উইকেট। যেখানে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিয়ে একাই ধ্বস নামিয়েছিলেন ক্যারিবিয়ানদের ব্যাটিং লাইন আপে।
অসাধারণ এই পারফর্মেন্সের পর ম্যাচ শেষে অধিনায়ক সাকিব আল হাসানের প্রশংসা পাচ্ছেন তাইজুল। সংবাদ সম্মেলনে সাকিব জানিয়েছেন তাইজুলের উত্তরোত্তর উন্নতির পেছনে তাঁর পরিশ্রম অনেক বড় ভূমিকা পালন করেছে। অধিনায়ক বলেছেন,
'ওর সবচেয়ে ভালো দিক হচ্ছে, নিজের বোলিং নিয়ে ও অসম্ভব রকম পরিশ্রম করে। ও প্রথম ইনিংসে একটা উইকেট পেয়েছে, ওর বোলিংয়ের জন্য আমরা ড্রেসিংরুমে ওর অনেক প্রশংসা করেছি।'

তবে শুধু এই টেস্টেই নয়, তাইজুলের কাছে অধিনায়কের চাওয়া দ্বিতীয় টেস্টেও যেন এভাবেই দলের প্রয়োজনে জ্বলে উঠতে পারেন তিনি। দুই ইনিংসেই যেন তিনি পাঁচ উইকেট শিকার করতে পারেন সেটাই প্রত্যাশা সাকিবের,
'ও (তাইজুল) অসাধারণ ভালো বোলিং করছে। আমি চাইব যে, সামনে একটা টেস্ট আছে সেটাতেও যেন ও এই ভাবেই বল করতে পারে। শুধু এক ইনিংস না দুই ইনিংসেই যেন পাঁচটা করে উইকেট পায়,' বলেন সাকিব।
দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট পেলেও প্রথম ইনিংসে তেমন সুবিধা করতে পারেননি তাইজুল। মাত্র ৫১ রানে ১ উইকেট নেয়া তারই চাক্ষুষ প্রমাণ। তবে এই বিষয়টিকে স্বাভাবিকভাবেই দেখছেন অধিনায়ক সাকিব।
তাঁর বিশ্বাস সেরা বোলাররাও অনেক সময় উইকেট বঞ্চিত হতে পারেন। আর সেই কারণেই তাইজুলকে প্রথম ইনিংসের পর উৎসাহ দিয়েছিলেন তাঁরা ড্রেসিং রুমে। অধিনায়কের ভাষায়,
'সবাই বলেছি যে, প্রথম ইনিংসে ও-ই আমাদের সেরা বোলার ছিল, যদিও উইকেট পেয়েছে একটা। অনেক সময় হয় এমন যে, একটা বোলার খুব ভালো বোলিং করছে কিন্তু উইকেট পাচ্ছে না। অন্য দিকে একটা বোলারের একটা-দুইটা উইকেট টেকিং বলে হয়ে গেছে সেটাতেই উইকেট পেয়ে গেছে। আমরা ওই জিনিসগুলো জানি, আমরা ড্রেসিং রুমে ছোট ছোট ব্যাপারের প্রশংসা করি। আমি নিশ্চিত এটা আমাদের টিম ম্যানেজমেন্ট আর খেলোয়াড়রা খুব ভালো করে বুঝতে পারে।'