ম্যাচ জয়ে মুশফিক প্রথম, দ্বিতীয়তে সাকিব

ছবি: মুশফিক ও সাকিব

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের জার্সিতে এখন পর্যন্ত টেস্ট জয়ের দিক থেকে সবথেকে এগিয়ে আছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
দেশের হয়ে মোট ১১টি টেস্টে জয়ের দেখা পেয়েছেন তিনি। যার সর্বশেষটি এসেছে উইন্ডিজদের বিপক্ষে সদ্য শেষ হওয়া চট্টগ্রাম টেস্টেই।
মুশফিকের পর সর্বোচ্চ টেস্ট জয়ের তালিকার দ্বিতীয়তে অবস্থান বিশ্বসেরা অলরাউন্ডার এবং টাইগার অধিনায়ক সাকিব আল হাসানের।
চট্টগ্রাম টেস্টে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করা সাকিবের এই জয়টি ছিল দেশের জার্সিতে দশম।

বাংলাদেশের হয়ে তালিকার তৃতীয়, চতুর্থ এবং পঞ্চমে আছেন যথাক্রমে তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ এবং ইমরুল কায়েস।
দেশের জার্সিতে এখন পর্যন্ত তামিম জয়ের দেখা পেয়েছেন মোট ৯টি ম্যাচে। অপরদিকে রিয়াদ এবং ইমরুল উভয়ই জিতেছেন ৮টি করে ম্যাচ।
জয়ের সংখ্যার তালিকা-
১। মুশফিকুর রহিম- ১১টি ম্যাচ
২। সাকিব আল হাসান- ১০টি ম্যাচ
৩। তামিম ইকবাল- ৯টি ম্যাচ
৪। ইমরুল কায়েস- ৮টি ম্যাচ
৫। মাহমুদুল্লাহ রিয়াদ- ৮টি ম্যাচ