আগামীতে আরও সাফল্য অর্জন করবঃ সাকিব

ছবি: সাকিব আল হাসান

|| ডেস্ক রিপোর্ট ||
চট্টগ্রাম টেস্টে উইন্ডিজদের পুরোপুরি নাস্তানাবুদ করে ৬৪ রানের জয় তুলে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। দলের জয়ের পাশাপাশি দারুণ একটি রেকর্ডে নাম লিখিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসানও।
টেস্ট ক্রিকেটে নবম ক্রিকেটার হিসেবে ৩ হাজার রান এবং ২০০ উইকেট শিকারের কৃতিত্ব অর্জন করেছেন সাকিব। তবে এখানেই থেমে থাকতে চান না টাইগার দলপতি। বরঞ্চ এই অর্জনকে আগামীতে আরও বাড়িয়ে নিতে চান তিনি। ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সাকিব বলেছেন,

'যেটাই করেছি আমরা সবই দলের জন্য এবং আমি ভাগ্যবান এই ধরণের সাফল্যগুলো অর্জন করতে পেরে (৩০০০ রান এবং ২০০ উইকেট শিকার প্রসঙ্গে)। আশা করি, আগামী কয়েক বছরে আরও কিছু সাফল্য পাব।'
সাকিবের কণ্ঠে প্রশংসা ঝড়েছে অভিসিক্ত স্পিনার নাইমকে নিয়েও। প্রথম আন্তর্জাতিক ম্যাচেই দারুণভাবে নিজেকে প্রমাণ করেছেন ১৭ বছর বয়সী এই তরুণ। সবথেকে কনিষ্ঠ বোলার হিসেবে প্রথম ম্যাচে ৫ উইকেট শিকারের বিরল কীর্তিও গড়েন তিনি।
এছাড়াও ব্যাট হাতে প্রথম ইনিংসে তাইজুলের সাথে ৬৫ রানের একটি জুটিও গড়েছিলেন নাইম। এর ফলে বাংলাদেশও পেয়েছিল একটি চ্যালেঞ্জিং পুঁজি। নাইম প্রসঙ্গে ম্যাচ শেষে সাকিব তাই বলেছেন,
'আমার মতে নাইম দুর্দান্ত খেলেছে প্রথম ইনিংসে। ব্যাট হাতে তাইজুল এবং নাইমের অল্প কিছু অবদানও অসাধারণভাবে কাজে দিয়েছে। আমরা ছোট ছোট মুহূর্তগুলো জিতেছি, এগুলো আসলে জেতা অনেক গুরুত্বপূর্ণ ছিল।'