টস ভাগ্যই ত্বরান্বিত করেছে এই জয়কে

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
চট্টগ্রাম টেস্টে জয় দিয়ে দুই ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গিয়েছে বাংলাদেশ। দলীয় পারফের্মন্সের সুবাদেই প্রতিপক্ষকে হারাতে সক্ষম হয়েছে বাংলাদেশ। সেই সঙ্গে টস ভাগ্য বাংলাদেশের পক্ষে গিয়েছিল দেখে বাড়তি সুবিধা পেয়েছে টাইগাররা।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ম্যাচ সেরা মমিনুল হক এমনই জানালেন। এই টেস্টে জয়ের জন্য টসে জেতাটা খুব গুরুত্বপূর্ণ ছিল। আর সেই দিক থেকেই পুরো ম্যাচে এগিয়ে ছিল বাংলাদেশ।

আর প্রথম ইনিংসে এই উইকেটে ব্যাট করা সহজ ছিল বিধায় এর সুবিধা নিয়েছে টাইগাররা। আর যত সময় গড়িয়েছে উইকেটে ব্যাট করা কঠিন হয়েছে বলে জানিয়েছেন মমিনুল। তিনি বলেন,
'আমরা ভাগ্যবান যে টসটা আমাদের পক্ষে গিয়েছে, যা আমাদেরকে পুরো ম্যাচে এগিয়ে রেখেছে। এই উইকেটে প্রথমে ব্যাট করা সহজ ছিল, সেটারই সুবিধা নিয়েছি আমরা। ম্যাচে যত সময় গিয়েছে ততই উইকেটে ব্যাট করা কঠিন হয়ে দাঁড়িয়েছে।'
উল্লেখ্য চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ক্যারিয়ারর অষ্টম শতক হাঁকিয়েছেন মমিনুল হক। তার ১২০ রানের ইনিংসের উপর ভর করে টাইগাররা ৩২৪ রানের পুঁজি পায়। ব্যাট হাতে দলের হয়ে অবদান রাখার জন্য বাঁহাতি এই ব্যাটসম্যান নির্বাচিত হন ম্যাচ সেরা।
মমিনুলের পাশাপাশি বল হাতে নাঈম ইসলাম এবং তাইজুল ইসলামও বল হাতে দারুণ পারফর্ম করায় ম্যাচ সেরার পুরষ্কারের জন্য বাঁহাতি এই ব্যাটসম্যানের অন্যতম দাবিদার ছিলেন।