promotional_ad

টস ভাগ্যই ত্বরান্বিত করেছে এই জয়কে

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


চট্টগ্রাম টেস্টে জয় দিয়ে দুই ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গিয়েছে বাংলাদেশ। দলীয় পারফের্মন্সের সুবাদেই প্রতিপক্ষকে হারাতে সক্ষম হয়েছে বাংলাদেশ। সেই সঙ্গে টস ভাগ্য বাংলাদেশের পক্ষে গিয়েছিল দেখে বাড়তি সুবিধা পেয়েছে টাইগাররা। 


ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ম্যাচ সেরা মমিনুল হক এমনই জানালেন। এই টেস্টে জয়ের জন্য টসে জেতাটা খুব গুরুত্বপূর্ণ ছিল। আর সেই দিক থেকেই পুরো ম্যাচে এগিয়ে ছিল বাংলাদেশ।


promotional_ad

আর প্রথম ইনিংসে এই উইকেটে ব্যাট করা সহজ ছিল বিধায় এর সুবিধা নিয়েছে টাইগাররা। আর যত সময় গড়িয়েছে উইকেটে ব্যাট করা কঠিন হয়েছে বলে জানিয়েছেন মমিনুল। তিনি বলেন, 


'আমরা ভাগ্যবান যে টসটা আমাদের পক্ষে গিয়েছে, যা আমাদেরকে পুরো ম্যাচে এগিয়ে রেখেছে। এই উইকেটে প্রথমে ব্যাট করা সহজ ছিল, সেটারই সুবিধা নিয়েছি আমরা। ম্যাচে যত সময় গিয়েছে ততই উইকেটে ব্যাট করা কঠিন হয়ে দাঁড়িয়েছে।'    


উল্লেখ্য চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ক্যারিয়ারর অষ্টম শতক হাঁকিয়েছেন মমিনুল হক। তার ১২০ রানের ইনিংসের উপর ভর করে টাইগাররা ৩২৪ রানের পুঁজি পায়। ব্যাট হাতে দলের হয়ে অবদান রাখার জন্য বাঁহাতি এই ব্যাটসম্যান নির্বাচিত হন ম্যাচ সেরা।


মমিনুলের পাশাপাশি বল হাতে নাঈম ইসলাম এবং তাইজুল ইসলামও বল হাতে দারুণ পারফর্ম করায় ম্যাচ সেরার পুরষ্কারের জন্য বাঁহাতি এই ব্যাটসম্যানের অন্যতম দাবিদার ছিলেন। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball