একই দলের বিপক্ষে উইকেটের সেঞ্চুরি এবং ডাবল সেঞ্চুরি!

ছবি: সাকিব আল হাসান

|| ডেস্ক রিপোর্ট ||
২০১২ সালের ২৪শে নভেম্বর প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে ১০০ উইকেট শিকার করেছিলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। সেবার তাঁর প্রতিপক্ষ ছিল উইন্ডিজ।
এর ঠিক ছয় বছর পর একই প্রতিপক্ষের বিপক্ষে একই তারিখে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন সাকিব। বর্তমানে ৫৪টি টেস্টে ২০১টি উইকেট নিয়ে বাংলাদেশি বোলারদের মধ্যে শীর্ষে অবস্থান তাঁর।

সাকিবের পর দ্বিতীয় স্থানে আছেন সাবেক স্পিন তারকা মোহাম্মদ রফিক। অবসরের আগে ৪৮টি ইনিংসে ১০০ উইকেট শিকার করেছেন তিনি।
অপরদিকে জিম্বাবুয়ের বিপক্ষে সম্প্রতি শেষ হওয়া টেস্ট সিরিজে ১৮ উইকেট শিকার করার পর উইন্ডিজদের বিপক্ষে ৭ উইকেট নেয়া স্পিনার তাইজুল আছেন তৃতীয়তে। বর্তমানে ২২টি টেস্টে তাঁর শিকার ৯৪টি উইকেট।
বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি বোলারের তালিকা (টেস্ট)---
বোলার | সময়কাল | ম্যাচ সংখ্যা | ইনিংস সংখ্যা | উইকেট সংখ্যা | সেরা বোলিং | ইকোনমি রেট |
সাকিব আল হাসান | ২০০৭-২০১৮ | ৯৪ | ৯১ | ২০১ | ৭/৩৬ | ৩.০১ |
মোহাম্মদ রফিক | ২০০০-২০০৮ | ৩৩ | ৪৮ | ১০০ | ৬/৭৭ | ২.৭৯ |
তাইজুল ইসলাম | ২০১৪-২০১৮ | ২২ | ৪০ | ৯৪ | ৮/৩৯ | ৩.১৫ |
মাশরাফি বিন মর্তুজা | ২০০১-২০০৯ | ৩৬ | ৫১ | ৭৮ | ৪/৬০ | ৩.২৪ |
শাহাদাত হোসেন | ২০০৫-২০১৫ | ৩৮ | ৬০ | ৭২ | ৬/২৭ | ৪.১৬ |