promotional_ad

বোথামকে ছাড়িয়ে সাকিব আল হাসান

সাকিব ও বোথাম
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেই বল হাতে জাদু দেখিয়ে যাচ্ছেন সাকিব আল হাসান। উইন্ডিজদের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ব্যর্থ হলেও বল হাতে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন তিনি।


প্রথম ইনিংসে ৪৩ রান খরচায় ৩ উইকেট শিকারের পর দ্বিতীয় ইনিংসে এরই মধ্যে ৫ রানে ২ উইকেট তুলে নিয়েছেন টাইগার অধিনায়ক। এর ফলে টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবথেকে দ্রুততম সময়ের মধ্যে ৩০০০ রান ও ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।


এই মাইলফলকে পা রাখতে মাত্র ৫৪টি টেস্ট সময় নিয়েছেন সাকিব। এই রেকর্ড গড়তে ইংলিশ কিংবদন্তী স্যার ইয়ান বোথাম সময় নিয়েছিলেন ৫৫টি টেস্ট। বোথামের পরের স্থানটিতে আছেন ভারতীয় তারকা কপিল দেব।


৭৩টি টেস্ট খেলেছেন তিনি তিন হাজার এবং ২০০ উইকেটের রেকর্ড গড়তে। এরপরে যথাক্রমে আছেন পাকিস্তানের ইমরান খান (৭৫) এবং নিউজিল্যান্ডের রিচার্ড হ্যাডলি (৮৩)। 


শুধু তাই নয়, টেস্ট ইতিহাসের নবম ক্রিকেটার হিসেবে একই সাথে ৩৫০০ রান ও  ২০০ উইকেট শিকারেরও কীর্তি গড়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। যে তালিকায় আছেন কপিল দেব, স্যার ইয়ান বোথাম, ইমরান খান, জ্যাক ক্যালিস, স্যার গ্যারি সোবার্সদের মতো কিংবদন্তী ক্রিকেটাররা।


উল্লেখ্য এর আগে উইন্ডিজদের বিপক্ষে এই টেস্টের দ্বিতীয় ইনিংসে বোলিং করতে নেমে তৃতীয়তম ওভারের চতুর্থ বলে ক্যারিবিয়ান ওপেনার কাইরন পাওয়েলকে ফিরিয়ে দিয়েছিলেন অধিনায়ক সাকিব।


ফলে প্রথম বাংলাদেশি হিসেবে উইকেটের দ্বিশতক হাঁকান তিনি। বর্তমানে বিশ্বসেরা এই অলরাউন্ডার ব্যাট হাতে সংগ্রহ করেছেন ৫৪ ম্যাচে ৩৭২৭ রান। অপরদিকে এখন পর্যন্ত তাঁর শিকার ২০১টি উইকেট। 


দ্রুততম সময়ের মধ্যে ৩ হাজার রান এবং ২০০ উইকেট শিকারি ক্রিকেটার- 



promotional_ad

১। সাকিব আল হাসান (বাংলাদেশ)- ৫৪ ম্যাচ 


২। স্যার ইয়ান বোথাম (ইংল্যান্ড)- ৫৫  


৩। কপিল দেব (ভারত)- ৭৩ 


৪। ইমরান খান (পাকিস্তান)- ৭৫


৫। স্যার রিচার্ড হ্যাডলি (নিউজিল্যান্ড)- ৮৩ 


টেস্ট ক্রিকেটে ৩৫০০ রান ও ২০০ উইকেটের ক্লাবে নাম লেখানো ক্রিকেটাররা- 


১। কপিল দেব (ভারত) - ৫২৪৮ রান ও ৪৩৪ উইকেট 


২। শন পোলক (দক্ষিণ আফ্রিকা) - ৩৭৮১ রান ও ৪২১ উইকেট


৩। স্যার ইয়ান বোথাম (ইংল্যান্ড) - ৫২০০ রান ও ৩৮৩ উইকেট



৪। ইমরান খান (পাকিস্তান) - ৩৮০৭ রান ও ৩৬২ উইকেট


৫। ড্যানিয়েল ভেট্টোরি (নিউজিল্যান্ড) - ৪৫৩১ রান ও ৩৬২ উইকেট


৬। জ্যাক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা) - ১৩২৮৯ রান ও ২৯২ উইকেট


৭। স্যার গ্যারি সোবার্স (ওয়েস্ট ইন্ডিজ) - ৮০৩২ রান ও ২৩৫ উইকেট


৮। অ্যান্ড্রু ফ্লিনটফ (ইংল্যান্ড) - ৩৮৪৫ রান ও ২২৬ উইকেট


৯। সাকিব আল হাসান (বাংলাদেশ) - ৩৭২৭ রান ও ২০০ উইকেট



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball