'বোলার' সাকিবের ডাবল সেঞ্চুরি

ছবি: সাকিব আল হাসান, সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
প্রথম বাংলাদেশি বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে ২০০ উইকেট শিকারের কীর্তি গড়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। উইন্ডিজদের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে মাঠে নামার আগে উইকেটের 'ডাবল সেঞ্চুরি' হাঁকাতে মাত্র ৪ উইকেট দরকার ছিল তাঁর।
প্রথম ইনিংসে ৩টি উইকেট শিকারের পর দ্বিতীয় ইনিংসে বোলিং করতে নেমে তৃতীয়তম ওভারের চতুর্থ বলে ক্যারিবিয়ান ওপেনার কাইরন পাওয়েলকে ফিরিয়ে দেন সাকিব। আর এরই সাথে উইকেটের ডাবল সেঞ্চুরি গড়লেন তিনি।

বর্তমানে ৫৪ টি ম্যাচে ২০০ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকার শীর্ষে অবস্থান করছেন সাকিব। যেখানে তাঁর সেরা বোলিং ফিগার ৩৬ রানে ৭ উইকেট।
সাকিবের পর দ্বিতীয় স্থানে আছেন সাবেক স্পিন তারকা মোহাম্মদ রফিক। অবসরের আগে ৪৮টি ইনিংসে ১০০ উইকেট শিকার করেছেন তিনি। টাইগার এই তারকা স্পিনার তাঁর টেস্ট ক্যারিয়ার শেষ করেছেন ২.৭৯ ইকোনমি রেট নিয়ে।
তালিকার তৃতীয় স্থানটি দখলে রেখেছেন জিম্বাবুয়ের বিপক্ষে সম্প্রতি শেষ হওয়া টেস্ট সিরিজে ১৮ উইকেট শিকার করা স্পিনার তাইজুল ইসলাম। বর্তমানে ৩৮ ইনিংসে তাঁর শিকার ৮৭টি উইকেট। যেখানে তাঁর ইকোনমি রেট ৩.১৬।
বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি বোলারের তালিকা (টেস্ট)---
বোলার | সময়কাল | ম্যাচ সংখ্যা | ইনিংস সংখ্যা | উইকেট সংখ্যা | সেরা বোলিং |
সাকিব আল হাসান | ২০০৭-২০১৮ | ৫৪* | ৯১* | ২০০* | ৭/৩৬ |
মোহাম্মদ রফিক | ২০০০-২০০৮ | ৩৩ | ৪৮ | ১০০ | ৬/৭৭ |
তাইজুল ইসলাম | ২০১৪-২০১৮ | ২১ | ৩৮ | ৮৭ | ৮/৩৯ |
মাশরাফি বিন মর্তুজা | ২০০১-২০০৯ | ৩৬ | ৫১ | ৭৮ | ৪/৬০ |
শাহাদাত হোসেন | ২০০৫-২০১৫ | ৩৮ | ৬০ | ৭২ | ৬/২৭ |