'ব্যর্থ' মুশফিকের ঢাকা টেস্টের অপেক্ষা

ছবি: মুশফিকুর রহিম, ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
উইন্ডিজদের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে খেলতে নামার আগে চার হাজারি রানের ক্লাবে পা রাখার জন্য মাত্র ৩১ রান প্রয়োজন ছিল মুশফিকুর রহিমের।
কিন্তু এই ম্যাচের প্রথম এবং দ্বিতীয় ইনিংসে যথাক্রমে ৪ ও ১৯ রান সংগ্রহ করায় অপেক্ষা বেড়েছে টাইগার উইকেটরক্ষক ব্যাটসম্যানের।

বর্তমানে চার হাজারি ক্লাবে পৌঁছুতে তাঁর প্রয়োজন মাত্র ৮ রান প্রয়োজন। ধারণা করা যাচ্ছে চট্টগ্রামে ব্যর্থ হলেও মিরপুরে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে এই মাইলফলকে পা রাখবেন তিনি।
এদিকে ঢাকা টেস্টে টাইগার ওপেনার তামিম ইকবালকেও ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে মুশফিকের। এর জন্য বর্তমানে তাঁর প্রয়োজন আর মাত্র ৫৮ রান। এই মুহূর্তে টাইগার ওপেনার তামিমের সংগ্রহ ৫৬ ম্যাচে ৪০৪৯ রান।
বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটসম্যানঃ
ব্যাটসম্যান | সময়কাল | ম্যাচ সংখ্যা | ইনিংস সংখ্যা | ব্যাটিং গড় | রান সংখ্যা | সেরা ইনিংস | শতক | অর্ধশতক |
তামিম ইকবাল | ২০০৮-২০১৮ | ৫৬ | ১০৮ | ৩৭.৮৪ | ৪০৪৯ | ২০৬ | ৮ | ২৫ |
মুশফিকুর রহিম | ২০০৫-২০১৮ | ৬৫* | ১২২ | ৩৫.৩২ | ৩৯৯২ | ২১৯ | ৬ | ১৯ |
সাকিব আল হাসান | ২০০৭-২০১৮ | ৫৩ | ১০০ | ৩৯.৬৯ | ৩৬৯২ | ২১৭ | ৫ | ২৩ |
হাবিবুল বাশার | ২০০০-২০০৮ | ৫০ | ৯৯ | ৩০.৮৭ | ৩০২৬ | ১১৩ | ৩ | ২৪ |
মোহাম্মদ আশরাফুল | ২০০১-২০১৩ | ৬১ | ১১৯ | ২৪.০০ | ২৭৩৭ | ১৯০ | ৬ | ৮ |