শেষ ভরসা মাহমুদুল্লাহ

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশ প্রথম ইনিংসঃ ৩২৪ অল আউট; ওভার-৯২.৪ : মমিনুল ১২০, (গ্যাব্রিয়েল ৭০/৪)
উইন্ডিজ প্রথম ইনিংসঃ ২৪৬ অল আউট, ৬৪ ওভার : ডরউউচ ৬৩*, হেটমিয়ার ৬৩ (নাঈম ৬১/৫)
বাংলাদেশ দ্বিতীয় ইনিংসঃ ১০৬/৭ ২৮ ওভার: রিয়াদ ২০*, *, ওয়ারিকেন (২/৩৭), চেজ (২/১৬)
লিডঃ ১৭৯ রান

টসঃ বাংলাদেশ
চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। আগের দিন ১৩৩ রানের লিড নিয়ে দিন শেষ করা টাইগাররা এখন পর্যন্ত লিড নিয়েছে ১৭৫ রানের। প্রতিবেদনটি লেখা পর্যন্ত তাদের স্কোর ৭ উইকেট হারিয়ে ১০৬ রান।
মিরাজ-মাহমুদুল্লাহর প্রতিরোধঃ মুশফিককে হারালেও মাহমুদুল্লাহ রিয়াদ এবং মিরাজের ব্যাটে হাল ধরে খেলছে বাংলাদেশ। ইতিমধ্যে স্লিপে একজন জীবনও পেয়েছেন রিয়াদ। এই দুজনের ব্যাটে দলীয় ১০০ পার করেছে বাংলাদেশ। কিন্তু দলীয় ১০৬ রানে বিশুর বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বসেন মিরাজ।
মুশফিকের বিদায়ঃ দিনের শুরুতাই আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান মুশফিকুর রহিমের উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। ব্যক্তিগত ১৯ রানে শ্যানন গ্যাব্রিয়েলের বলে বোল্ড হয়ে ফেরেন তিনি।
উইন্ডিজ প্রথম ইনিংসঃ
নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশী স্পিনারদের তোপে মাত্র ২৪৬ রানে গুটিইয়ে যায় সফরকারীরা। দলের পক্ষে শিমরন হেটমিয়ার এবং ডওরিচ করেন ৬৩ রান। বাংলাদেশের হয়ে অভিষিক্ত নাঈম হাসান নেন ৫টি উইকেট।
বাংলাদেশের প্রথম ইনিংসঃ
টসে জিতে প্রথমে ব্যাট করে মমিনুল হকের সেঞ্চুরিতে ৩২৬ রানের পুজি পায় সাকিব আল হাসানের দল। উইন্ডিজদের পক্ষে শ্যানন গেব্রিয়েল একাই নেন ৪ উইকেট।
বাংলাদেশ একাদশঃ সাকিব আল হাসান (অধিনায়ক), ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মমিনুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মুস্তাফিজুর রহমান, তাইজুর ইসলাম, নাঈম হাসান।
উইন্ডিজ একাদশঃ ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), সুনীল আমব্রিস, দেবেন্দ্র বিশু, রস্টন চেজ, শেন ডওরিচ, শ্যানন গ্যাব্রিয়েল,, শিমরন হেটমায়ার, শাই হোপ, কাইরন পাওয়েল, কেমার রোচ, জোমেল ওয়ারিকেন।