বেয়ারস্টোর শতকে কলম্বো টেস্টের প্রথম দিন ইংলিশদের

ছবি: জনি বেয়ারস্টো, সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের শেষটিতে দারুণ একটি শতক হাঁকিয়েছেন ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটসম্যান জনি বেয়ারস্টো। আর তাঁর শতকের সুবাদে প্রথম দিন ৭ উইকেট হারিয়ে ৩১২ রান সংগ্রহ করেছে সফরকারী ইংলিশরা। বেয়ারস্টো ছাড়াও ৫৭ রানের আরেকটি অনবদ্য ইনিংস খেলেছেন অলরাউন্ডার বেন স্টোকস। দিন শেষে ক্রিজে অপরাজিত আছেন মইন আলি (২৩) এবং আদিল রশিদ (১৩)।
এদিন কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে টসে জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ইংলিশ অধিনায়ক জো রুট। এরপর খেলতে নেমে ৩৬ রানের মাথায় দুই উইকেট হারালেও পরবর্তীতে বেয়ারস্টো এবং অধিনায়ক রুটের শত রানের জুটিতে দারুণভাবে ঘুরে দাঁড়ায় সফরকারীরা।
রুট ৪৬ রানে আউট হয়ে গেলেও স্টোকসকে সাথে নিয়ে ৯৯ রানের আরেকটি অসাধারণ জুটি গড়েন ইংলিশ উইকেটরক্ষক ব্যাটসম্যান বেয়ারস্টো। আর এরই সাথে তুলে নেন নিজের টেস্ট ক্যারিয়ারের পঞ্চম শতক। তবে এরপর ইনিংস আর বেশি লম্বা করতে পারেননি তিনি। ১১০ রান করে লক্ষ্মণ সান্দাকানের বলে বোল্ড হয়ে ফিরতে হয় তাঁকে। এর আগেই অবশ্য দলকে একটি শক্ত ভিত গড়ে দিয়েছেন বেয়ারস্টো।
শ্রীলঙ্কার পক্ষে প্রথম দিন সবথেকে সফল ছিলেন বাঁহাতি চায়নাম্যান বোলার লক্ষ্মণ সান্দাকান। ৯১ রান খরচায় ৪ উইকেট শিকার করেছেন তিনি। এছাড়াও আরেক বাঁহাতি স্পিনার মালিন্দা পুস্পকুমারা নিয়েছেন ৬৪ রানে ২টি উইকেট। আর একটি উইকেট নিতে পেরেছেন দিলরুয়ান পেরেরা।

উল্লেখ্য সিরিজের প্রথম দুই টেস্ট জিতে এরই মধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে সফরকারী ইংল্যান্ড। এবার লঙ্কানদের হোয়াইটওয়াশের মিশনে খেলছে তারা।
শ্রীলঙ্কা একাদশ-
দিমুথ করুনারত্নে, দানুশকা গুনাথিলাকা, ধনঞ্জয়া ডি সিলভা, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, রোশন সিলভা, নিরোশান ডিকওয়েলা (উইকেটরক্ষক), দিলরুয়ান পেরেরা, সুরঙ্গা লাকমল (অধিনায়ক), লক্ষ্মণ সান্দাকান, মালিন্দা পুস্পকুমারা।
ইংল্যান্ড একাদশ-
ররি বার্নস, কিটন জেনিংস, জনি বেয়ারস্টো, জো রুট (অধিনায়ক), বেন স্টোকস, জস বাটলার, মইল আলি, বেন ফোকস (উইকেটরক্ষক), আদিল রশিদ, স্টুয়ার্ট ব্রড, জ্যাক লিচ।
সংক্ষিপ্ত স্কোর-
টস- ইংল্যান্ড (ব্যাটিং)
প্রথম ইনিংস (ইংল্যান্ড)- ৩১২/৭ (প্রথম দিন শেষে) (বেয়ারস্টো- ১১০, স্টোকস-৫৭) (সান্দাকান-৪/৯১, পুস্পকুমারা-২/৬৪)