promotional_ad

প্যাট কামিন্সকে ছাড়িয়ে নাইম হাসান

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


উইন্ডিজদের বিপক্ষে অভিষেক টেস্ট খেলতে নেমেই দারুণ একটি কীর্তি গড়েছেন তরুণ অফ স্পিনার নাইম হাসান। প্রথম ইনিংসে ১৪ ওভার বোলিং করে ৬১ রানে ৫ উইকেট তুলে নিয়েছেন এই তরুণ। 


এরই সাথে টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বকনিষ্ঠ বোলার হিসেবে অভিষেকে টেস্টের এক ইনিংসে পাঁচ উইকেট শিকারের রেকর্ড গড়েছেন নাইম। ১৭ বছর ৩৫৬ দিন বয়সী এই বোলারের আগে রেকর্ডটির অধিকারী ছিলেন অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্স।


১৮ বছর ১৯৩ দিন বয়সে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অভিষেক হয়েছিল তাঁর। সেই টেস্টের এক ইনিংসে সবথেকে কনিষ্ঠ বোলার হিসেবে ৫ উইকেট তুলে নিয়েছিলেন তিনি। কামিন্সের পর যথাক্রমে তালিকার পরের দুটি স্থানে আছেন পাকিস্তানের শহীদ আফ্রিদি এবং শহীদ নাজির।



promotional_ad

পঞ্চম স্থানটিতে অবশ্য জায়গা করে নিয়েছেন আরেক বাংলাদেশী স্পিনার মেহেদি হাসান মিরাজ। ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্টের এক ইনিংসে ৬৪ রানে ৫ উইকেট শিকার করেন তিনি। সেসময় তাঁর বয়স ছিল ১৮ বছর ৩৬১ দিন।


অভিষেক টেস্টের এক ইনিংসে ৫ উইকেট শিকার করা কনিষ্ঠ বোলার- 


১। নাইম হাসান (প্রতিপক্ষ- উইন্ডিজ) (বয়স- ১৭ বছর ৩৫৬ দিন)


২। প্যাট কামিন্স (প্রতিপক্ষ- দক্ষিণ আফ্রিকা) (বয়স- ১৮ বছর ১৯৩ দিন)



৩। শহীদ আফ্রিদি (প্রতিপক্ষ-অস্ট্রেলিয়া) (বয়স-১৮ বছর ২৩৫ দিন) 


৪। শহীদ নাজির (প্রতিপক্ষ- জিম্বাবুয়ে) (বয়স-১৮ বছর ৩১৮ দিন) 


৫। মেহেদি হাসান মিরাজ (প্রতিপক্ষ- ইংল্যান্ড) (বয়স- ১৮ বছর ৩৬১ দিন) 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball