অভিষেকেই প্যাটেলের বাজিমাত

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আবুধাবিতে সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানকে চার রানে হারিয়েছে নিউজিল্যান্ড। আজহার আলি শেষ পর্যন্ত চেষ্টা করেও দলকে জয় এনে দিতে পারেননি। এই জয়ে সিরিজে ০-১ ব্যবধানে এগিয়ে গেল কিউইরা।
১৭৬ রানের লক্ষ্যে ব্যাট করা পাকিস্তানের শেষ দুই দিনে জয়ের জন্য দরকার ছিল ১৩৯ রান, হাতে ছিল সবগুলো উইকেট। কিন্তু ম্যাচের চতুর্থ দিনেই তাসের ঘরের মতো ভেঙে যায় পাকিস্তানের ব্যাটিং লাইনআপ।
দলীয় ৪৮ রানের মধ্যেই তিন উইকেট হারায় তাঁরা। এরপরে জুটি গড়েন আজহার আলি এবং আসাদ শফিক। দলীয় ১৩০ রানে শফিক ব্যক্তিগত ৪৫ রানে ফিরে গেলে আবারও বিপদে পড়ে পাকিস্তান।

জয়ের জন্য তখনও দরকার ৪৬ রান। কিন্তু কিউইদের নিয়ন্ত্রিত বোলিংয়ে দলীয় ১৬৪ রানের মধ্যে আরও পাঁচটি উইকেট হারায় তাঁরা। একপাশ আগলে রাখেন আজহার আলি।
ফিফটি হাঁকিয়ে অপর প্রান্তে ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিল দেখতে হচ্ছিল তাঁকে। কিন্তু জয় থেকে মাত্র চার রানে দূরত্বে আজাজ প্যাটেলের বলে লেগ বিফোরের শিকার হয়ে ফিরেছেন আজহার।
কিউইদের হয়ে এদিনে একাই পাঁচটি উইকেট নিয়েছেন বাঁহাতি অর্থোডক্স প্যাটেল। এটাই ছিল তাঁর অভিষেক টেস্ট ম্যাচ। ম্যাচে দুইটি করে উইকেট নিয়েছেন ইশ সোধি এবং নেইল ওয়াগনার।
সংক্ষিপ্ত স্কোরঃ-
টসঃ- নিউজিল্যান্ড (ব্যাটিং)
নিউজিল্যান্ড প্রথম ইনিংসঃ- ১৫৩/১০
(উইলিয়ামসন ৬৩, নিকলস ২৮; ইয়াসির ৩/৫৪)
পাকিস্তান প্রথম ইনিংসঃ- ২২৭/১০
(বাবর ৬২, শফিক ৪৩; বোল্ট ৪/৫৪)
নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসঃ- ২৪৯/১০
(ওয়াটলিং ৫৯, নিকলস ৫৫; হাসান ৫/৪৫)
পাকিস্তান দ্বিতীয় ইনিংসঃ- ১৭১/১০ (লক্ষ্য ১৭৬ রান)
(আজহার ৬৫,শফিক ৪৫; প্যাটেল ৫/৫৯)
ফলাফলঃ- নিউজিল্যান্ড চার রানে জয়ী।
ম্যাচ সেরাঃ- আজাজ প্যাটেল
সিরিজঃ- তিন ম্যাচের সিরিজে ০-১ ব্যবধানে এগিয়ে নিউজিল্যান্ড।