সতর্ক শুরু বাংলাদেশের

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
বিসিবি একাদশ - ১৪\০, সাদমান ১০*, সৌম্য ৪*।
ওভার ৮, রোচ ০/৬,
ওয়েস্ট ইন্ডিজ - ৩০৩/৬ ডিঃ, পোল ২১*, রেইফার ১৪*।
ওভার ৮৬.৩, শফিউল ১ উইকেট, রাব্বি ১ উইকেট, নাঈম ২ উইকেট, সৌম্য ১ উইকেট।
ব্যাটিংয়ে বাংলাদেশঃ

প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিং করছে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে ব্যাটিংয়ে নেমেছেন বাঁহাতি ওপেনার সৌম্য সরকার এবং ডানহাতি ওপেনার সাদমান ইসলাম। প্রতিবেদনটি লেখা পর্যন্ত বাংলাদেশের স্কোর ছিল ৮ ওভার শেষে কোন উইকেট না হারিয়ে ১৪ রান।
দুই প্রান্ত থেকে বোলিং আক্রমণে রয়েছেন কিমো পল এবং শ্যানন গ্যাব্রিয়েল।
ইনিংস ঘোষণাঃ
প্রথম দিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সফরকারীরা। দিনের শুরুতে হালকা হোঁচট খেলেও মুখ থুবড়ে পড়েনি তাঁরা। শেষ পর্যন্ত দিন শেষ করেছেন ছয় উইকেট হারিয়ে ৩০৩ রানে। ব্যাটসম্যানরা ভালোভাবেই প্রস্তুতি সেরেছে।
তাই দ্বিতীয় দিন বোলাদের প্রস্তুতির জন্য ছেড়ে ইনিংস ঘোষণা করে দেয় ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় দিনের একটি বলও মোকাবেলা করেনি তাঁরা। ৩০৩ রানেই ইনিংসের সিদ্ধান্ত নেয় দলটি।
বিসিবি একাদশঃ
রুবেল হোসেন (ক্যাপ্টেন), সৌম্য সরকার, জাকির হোসেন, মিজানুর রহমান, ফজলে মাহমুদ রাব্বী, এবদাত হোসেন চৌধুরী, সাদমান ইসলাম, নাজমুল ইসলাম শান্ত, নাঈম হাসান, শফিউল ইসলাম, রবিউল হক, মোহাম্মদ মিথুন, রিশাদ আহমেদ।
উইন্ডিজ দলঃ
ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), সুনীল আমব্রিস, দেবেন্দ্র বিশু, রস্টন চেজ, শেন ডওরিচ, শিমরন হেটমায়ার, শাই হোপ, কিমো পল, কাইরন পাওয়েল, রেইফন রেইফার, জোমেল ওয়ারিকেন।