promotional_ad

শেষ বেলায় রুবেল-সৌম্যর উইকেট

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ওয়েস্ট ইন্ডিজ - ২৭১/৬, পল ০*,  রেইফার ০*।
ওভার ৮০, শফিউল ১ উইকেট, রাব্বি ১ উইকেট, নাঈম ২ উইকেট, সৌম্য ১ উইকেট।


রুবেলের প্রথমঃ


দুই ওভার পরেই ভালো খেলতে থাকা চেইজকে আউট করেন রুবেল। ৩৫ রান করে সাজঘরে ফিরতে হয় এই অলরাউন্ডারকে। 


উইকেট নিয়েছেন সৌম্যওঃ


দিনের শেষে এসে উইকেটের দেখা পেয়েছেন সৌম্য সরকার। ৭৮তম ওভারে ২৪ রান করা উইকেট কিপার ব্যাটসম্যান ডওরিচকে আউট করেন তিনি। 


নাঈমের দ্বিতীয় উইকেটঃ



promotional_ad

ইনিংসের ৭১তম ওভারে বাঁহাতি হেটমায়ারকে মিড অনের ক্যাচে পরিনত করেন নাঈম। ২৪ রানের ইনিংস খেলে আউট হন তিনি। 


অবশেষে উইকেটের নাঈমের উইকেটঃ


৫৬তম ওভারে ফের আঘাত হানে বিসিবি একাদশ। এবার দিনের অধিকাংশ সময় খরুচে বোলিং করা নাঈমের অফ স্পিনে লেট কাট করতে গিয়ে সরাসরি বোল্ড হন তিনি। ১৭ রান যোগ করেন তিনি। 


লিটন, সৌম্য ও জাকিরের অবিশ্বাস্য ক্যাচঃ


ক্রেইগ ব্র্যাথওয়েটের প্রথম উইকেট পতনের পর শাই হোপ মাঠ ছাড়া ব্যতীত ম্যাচের দুই সেশনে বিসিবি একাদশের অর্জনের কিছু ছিল না। কিন্তু ইনিংসের ৫০তম ওভারে আসে জাদুকরী মুহূর্ত।


পার্ট টাইমার রাব্বির বাঁহাতি স্পিনে সুইপ খেলার চেষ্টায় ব্যর্থ পাওয়েল ব্যাট ছুঁইয়ে কিপার লিটনের গ্লাভসে বন্ধি হতে পারতেন, কিন্তু বল লিটনের গ্লাভস স্পর্শ করে প্রথম স্লিপে থাকা সৌম্যর হাত হয়ে যায় শর্ট লেগে থাকা জাকির হাসানের তালুতে। তিন জনের সম্মিলিত প্রয়াসে ফিরতে হয় ৭২ রানের ঝলমলে ইনিংস খেলা পাওয়েলকে। 


হোপের স্বেচ্ছায় অবসরঃ



দারুন খেলতে থাকা শাই হোপ ৪৬তম ওভারে ৮৮ রান করে মাঠ ছাড়েন, সুনিল আমব্রেসকে প্রস্তুতি নেয়ার সুযোগ করে দেন তিনি। 


পাওয়েল-হোপের ফিফটিঃ


পাওয়েল ৩৭ ও হোপ ৪৮ রানে অপরাজিত থেকে দিনের দ্বিতীয় সেশন শুরু করেন। মধ্যাহ্ন বিরতির আগের ধাঁচে ব্যাট করেই জোড়া ফিফটি তুলে নেন এই দুই উইন্ডিজ টপ অর্ডার ব্যাটসম্যান। একই সাথে দলের স্কোরও বাড়িয়ে নেন।


প্রথম সেশনে ওয়েস্ট ইন্ডিজের দাপটঃ


দুই দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম সেশনের শুরুটা ভালো না হলেও শেষ পর্যন্ত হাসি মুখে মধ্যাহ্ন বিরতিতে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। পেসারদের পর স্পিনারদের বিপক্ষে, বিশেষ করে অফস্পিনার নাঈম হাসানের বোলিংয়ে রান আদায় করে নিয়েছেন দুই ব্যাটসম্যান পাওয়েল ও হোপ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball