রুটের সেঞ্চুরিতে ইংল্যান্ডের স্বস্তি

ছবি: জো রুট

|| ডেস্ক রিপোর্ট ||
ক্যান্ডি টেস্টের প্রথম ইনিংসে লঙ্কানদের বিপক্ষে পিছিয়ে পড়লেও দ্বিতীয় ইনিংসে দারুণ ব্যাট করে লড়াইয়ে ফিরেছে সফরকারী ইংল্যান্ড। অধিনায়ক জো রুটের সেঞ্চুরিতে ৯ উইকেট হারিয়ে ৩২৪ রান করে তৃতীয় দিন শেষ করেছে ইংলিশরা।
তাদের লিড দাঁড়িয়েছে ২৭৮ রান। অর্ধশত রানের ইনিংস খেলে অপরাজিত আছেন বেন ফোকস (৫১*)। তার সঙ্গী হিসেবে আছেন জেমস অ্যান্ডারসন (৪*)। এদিকে, প্রথম ইনিংসে ইংল্যান্ড গুটিয়ে গিয়েছিল মাত্র ২৯০ রানে।
জবাবে ব্যাট করে ৩৩৬ রান স্কোরবোর্ডে তুলে স্বাগতিক শ্রীলঙ্কা। দ্বিতীয় দিনের শেষ বিকেলে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছিল ইংল্যান্ড। সেদিন ১ ওভারে কোনো রান যোগ করতে পারেনি ইংল্যান্ড।
হারায়নি কোনো উইকেটও। ফলে তৃতীয় দিনের শুরুতে স্বাচ্ছন্দ্যেই ব্যাটিং শুরু করে ইংলিশরা। তবে বেশিক্ষণ টিকেনি সেই স্বাচ্ছন্দ্য। ওপেনার ররি বার্নসের হাফসেঞ্চুরির (৫৯) পরও ১০৯ রানের মধ্যে তারা হারিয়ে বসেছিল শীর্ষ ৪ ব্যাটসম্যানকে।

সেখান থেকে ইংল্যান্ডকে লড়াইয়ে ফেরান দলপতি জো রুট। পঞ্চম উইকেটে জস বাটলারকে নিয়ে ৭৪ রানের জুটি গড়েন তিনি। এরপর ষষ্ঠ উইকেটে মঈন আলির সঙ্গে আরেকটি সময়োপযোগী জুটি (৩৬) গড়ে ইংল্যান্ডকে বড় সংগ্রহের স্বপ্ন দেখান।
১০ রান করে মঈন আলী ফিরে যাওয়ার সপ্তম উইকেটে বেন ফোকসের সঙ্গে ৮২ রানের জুটি গড়ে দলকে নিশ্চিন্ত করেছেন রুট। রুটের ইনিংস থেমেছে ১২৪ রানে। এই ইনিংস খেলার পথে ১০ বাউন্ডারি আর ২ ছক্কার মার মারেন ইংলিশ দলপতি।
লঙ্কানদের হয়ে বল হাতে একাই আলো ছড়িয়েছেন অফস্পিনার আকিলা ধনঞ্জয়া। ১০৬ রানের বিনিময়ে তিনি নিয়েছেন ৬টি উইকেট। তাছাড়া ২টি উইকেট গেছে দিলরুয়ান পেরেরার ঝুলিতে।
স্কোরঃ টসঃ ইংল্যান্ড
ইংল্যান্ড প্রথম ইনিংসঃ ২৮৫ অলআউট (বাটলার ৬৩, স্যাম কুরান ৬৪); (দিলরুয়ান পেরেরা ৪/৬১)
শ্রীলংকা প্রথম ইনিংসঃ ৩৩৬ অলআউট (রোশান ৮৫, করুনারত্নে ৬৩); (লিচ ৩/৭০, রশিদ ৩/৭৫)
ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসঃ ৩২৪/৯ (৭৬ ওভার); (রুট ১২৪, ফোকস ৫১*, অ্যান্ডারসন ৪*); (ধনঞ্জয়া ১০৬/৬, পেরেরা ৮৭/২)