promotional_ad

বিশ্বকাপের দল প্রস্তুত ভারতের

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইংল্যান্ড বিশ্বকাপের জন্য দল প্রস্তুত করে ফেলেছে ভারত। টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রী জানিয়েছেন, স্কোয়াড নিয়ে আর কোন পরীক্ষা নিরিক্ষা করতে চান না তাঁরা। সেই সঙ্গে দলের ক্রিকেটারদের বিশ্রাম দেয়ার সময়ও শেষ হয়ে গিয়েছে।


নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে বিশ্বকাপের স্কোয়াডে থাকা ক্রিকেটাররাই খেলবেন। মূল লক্ষ্য বিশ্বকাপের জন্য মনোযোগী হয়ে উঠা। পাশাপাশি কোচ আশাবাদী বিশ্বকাপের আগে বড় কোন ইজজুরি সমস্যা হবেনা দলে। 


promotional_ad

‘আমরা এখন বিশ্বকাপকে সামনে রেখে নির্দিষ্ট ১৫ জনকে নিয়েই খেলার চেষ্টা করবো। আর কোনো পরীক্ষা-নিরীক্ষা নয়। তারকা খেলোয়াড়দের বিশ্রাম দেয়ার পর্বও শেষ।


এখন থেকেই মনোযোগ দিতে হবে বিশ্বকাপে। দল হয়ে খেলতে হবে। আশা করবো আমাদের কোনো ইনজুরি সমস্যা ধরা পড়বে না।’


বিশ্বকাপের আগে বেশী ওয়ানডে খেলার সুযোগ নেই ভারতের সামনে। তাই সবকটি ম্যাচেই সেরা একাদশ নিয়ে মাঠে নামবে ভারত, আর এই দলই বিশ্বকাপে লড়বে বলে জানিয়েছেন শাস্ত্রী। দ্রুত বিশ্বকাপের জন্য দলের সবাইকে প্রস্তুত করাই তাঁর মূল লক্ষ্য। 


‘এখন আর খুব বেশি ম্যাচ বাকি নেই। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে আমরা ৮টি ওয়ানডে খেলব। এগুলো খুবই কাজে দেবে। এরপর আবার দেশে ফিরে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচটি ওয়ানডে।


এই ১৩টি ম্যাচ। আমরা চেষ্টা করবো সবগুলো ম্যাচেই নিজেদের সেরা দলটা খেলাতে, যাতে বিশ্বকাপের জন্য নিজেদের প্রস্তুত করা যায়।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball