উইন্ডিজদের জন্য হুমকি 'বোলার' সাকিব

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
টেস্টে উইন্ডিজ ব্যাটসম্যানদের বিপক্ষে বাংলাদেশের সবচেয়ে সফল বোলার সাকিব আল হাসান। ক্যারিবিয়ানদের বিপক্ষে ৮ ম্যাচে মাত্র ২.৬৯ ইকনোমি এবং ২৫.৬২ গড়ে মোট ৩৭ উইকেট শিকার করেছেন এই অলরাউন্ডার।
যেকারণে আসন্ন উইন্ডিজ সিরিজে বাংলাদেশ দলের বোলিংয়ে তুরুপের তাস হিসেবে বড় ভূমিকা পালন করবেন সাকিব। যদিও ইনজুরিতে থাকার কারণে বাঁহাতি এই অলরাউন্ডারের এখনও টেস্ট সিরিজে খেলা নিশ্চিত নয়।

তাই সাকিব না খেললে বড় দুশ্চিন্তা হতে পারে বাংলাদেশের জন্য। সাকিবের পর মাহমুদুল্লাহ রিয়াদ উইকেটের দিক দিয়ে বাংলাদেশী বোলারদের মধ্যে দ্বিতীয় স্থানে আছেন।
৮ টেস্টে রিয়াদের শিকার মোট ১৬ উইকেট। ১২ উইকেট নিয়ে তৃতীয় স্থানে আছেন স্পিনার সোহাগ গাজি। মাত্র ২ টেস্টে ক্যারিবিয়ান ব্যাটসম্যানদের একাই নাকানি চুবানি খাইয়েছেন তিনি।
চার নম্বরে ১১ উইকেট নিয়ে আছেন তাইজুল ইসলাম। সোহাগ গাজির চেয়ে ১টি টেস্ট বেশী খেলেছেন এই বাঁহাতি অফ স্পিনার। আর জিম্বাবুয়ের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে তাঁর পারফর্মেন্স বাড়তি আত্মবিশ্বাস দিবে তাঁকে।
অন্যদিকে উইন্ডিজ বোলারদের মধ্যে বাংলাদেশের বিপক্ষে সবচেয়ে সফল বোলার কিমার রোচ। ৬ টেস্টে মাত্র ১৮ গড়ে ডানহাতি এই পেসারের শিকার ৩০ উইকেট। আর আসন্ন সিরিজেও আছেন এই পেসার, যেকারণে তাঁর বিপক্ষে সতর্ক থেকেই খেলতে হবে বাংলাদেশকে।