এবার সাদা পোশাকের দ্বৈরথ পাক-কিউইদের

ছবিঃ- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


টি-টুয়েন্টি সিরিজে কিউইদের হোয়াইটওয়াশ, তারপর ওয়ানডে সিরিজে ড্র; তিন ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নামার আগে তাই বেশ ফুরফুরে মেজাজেই থাকার কথা পাকিস্তান দলের।


শুক্রবার আবুধাবিতে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে বাংলাদেশ সময় বেলা ১২ টায় মুখোমুখি হবে দুই দল। ম্যাচের আগে পাকিস্তানের আত্মতৃপ্তির আরেকটি কারণ হচ্ছে তাঁদের বিপক্ষে কিউইদের অতীত ইতিহাস তেমন ভাল নয়।


৫৫ ম্যাচ খেলে পাকিস্তানকে মাত্র দশটি টেস্ট ম্যাচে হারাতে পেরেছে কিউইরা। তবে অতীতের বিষয়গুলোর দিকে নজর দিতে নারাজ কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। ম্যাচের আগের দিন জানান,


promotional_ad

'শেষবার আমাদের এখানে (আবুধাবিতে) দারুণ সময় কেটেছে। কিন্তু সেটা অনেক আগে। তারপরে অনেক কিছুরই পরিবর্তন হয়েছে। আমার মনে হয় যে অনভিজ্ঞ দল নিয়ে আমরা এসেছি, তাঁদের সঙ্গে বেশ ভালভাবে মানিয়ে নিয়েছি।'


এদিকে একাদশ নির্বাচনে কিছুটা দ্বিধাগ্রস্ত পাকিস্তান। ফখর জামান যদি শেষপর্যন্ত না খেলেন তাহলে মোহাম্মদ হাফিজের সঙ্গে ওপেন করবেন তরুণ ওপেনার ইমাম উল হক।


আবার শাহিন আফ্রিদি একাদশে থাকবেন নাকি মির হামজা থাকবেন এটা নিয়েও আছে সংশয়। অপরদিকে প্রত্যাশিত একাদশ নিয়েই খেলতে পারে নিউজিল্যান্ড।


সম্ভাব্য একাদশঃ-


পাকিস্তান একাদশ (সম্ভাব্য):  ইমাম উল হক, মোহাম্মদ হাফিজ, আজহার আলী, হারিশ সোহেল, বাবর আজম, আসাদ শফিক, সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), মির হামজা, বিলাল আসিফ, মোহাম্মদ আব্বাস, ইয়াসির শাহ।


নিউজিল্যান্ড একাদশ (সম্ভাব্য):  জিত রাভাল, টম ল্যাথাম (উইকেটরক্ষক),  কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেইলর, হেনরি নিকলস, বেন ওয়াল্টিং, কলিন ডি গ্র্যান্ডহোম, টিম সাউদি, ইশ সোধি, নেইল ওয়াগনার, ট্রেন্ট বোল্ট।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball