promotional_ad

ব্যাটিং করে ব্যথা অনুভব করেননি সাকিব

সাকিব আল হাসান
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


মিরপুরে টেস্ট চলছে, কিন্তু সব আকর্ষণ প্রায় দুই মাস পর অনুশীলনে ফেরা সাকিব আল হাসানের দিকে। পড়ন্ত বিকেলে মিরপুরের ইনডোরে সুনিল যোশি, নাজমুল ইসলাম শান্তর স্পিন সামলেছেন তিনি। 


টেস্ট দেখতে আসা দর্শকরা খেলা বাদ দিয়ে দেখছিলেন সাকিবের ব্যাটিং। বেশ স্বাচ্ছন্দ্য স্পিন সামলে নিয়েছেন তিনি। আশা দেখাচ্ছেন দ্রুত মাঠে ফেরার। তবে সাকিব দ্রুত নয়, ধীরে ফিরতে চান। 



promotional_ad

বলের গতি বাড়ার সাথে সাথে নিজেকে পরীক্ষা করতে চান তিনি। অনুশীলন শেষে সাকিব বলেছেন, 'মাত্রই প্রথম ব্যাটিং করলাম। স্পিন দিয়ে আস্তে আসতে শুরু করলাম। প্রথম দিন হিসেবে ভালোই মনে হলো। 


'ব্যথাটা সেভাবে বোঝা যায়নি। সামনে যখন পেসটা বাড়বে, ভলিউম বাড়বে, তখন বোঝা যাবে। এভাবে এগোতে থাকি, দেখা যাক কী অবস্থায়। প্রথম দিন হিসেবে আমি বলবো, অনেক ভালো।'


বুধবার হালকা ব্যাটিং অনুশীলন করা সাকিব আগামী কয়েকদিনের মধ্যেই ফিল্ডিং ও বোলিং দিয়ে পূর্ণ উদ্যমে অনুশীলন শুরু করবেন। স্বস্তির কথা, হাতে কোন ব্যথা অনুভব করছেন না তিনি।



'সবই আস্তে আস্তে শুরু হবে। কাল পরশু থেকে হয়তো ফিল্ডিং ও বোলিং শুরু করবো। সব কিছুর জন্য সময় লাগবে। একবারেই সব শুরু করা সম্ভব হবে না। ইমপ্রুভ হতে থাকলে ম্যাচ খেলার কথা চিন্তা করবো।


'ওটাই বললাম যে কোনো ব্যথা অনুভব করিনি। বেশ ভালো অনুভব করিছি। এরপর ভলিউম বাড়লে, পেস বাড়লে এবং বেশিক্ষণ ব্যাটিং করলে বোঝা যাবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball