promotional_ad

'উইকেট ভয়ঙ্কর হবে, সাথে তাইজুলও'

তাইজুল ইসলাম
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 


ঢাকা টেস্টের উইকেট সময়ের সাথে সাথে স্পিনের পক্ষ নিবে, এমন ইঙ্গিত বাংলাদেশি স্পিনারদের ভাগ্য আরও প্রসন্ন করবে। চতুর্থ ইনিংসে ব্যবহৃত উইকেটের ফায়দা নিয়ে তাইজুল-মিরাজরা খুনে রূপ ধারণ করার সম্ভাবনা প্রবল।


ঢাকা টেস্টে ২১৮ রানে পিছিয়ে থাকা জিম্বাবুয়েকে স্পিন বান্ধব উইকেটে খেলতে হবে দুর্দান্ত ফর্মে থাকা তাইজুল ইসলামকে। জিম্বাবুয়ে দলের সেঞ্চুরিয়ান ব্রেন্ডন টেইলরের ভয়ের নাম এই বাঁহাতি স্পিনার। তৃতীয় দিনের খেলা শেষে তিনি বলেছেন,


'ম্যাচ যদি পঞ্চম দিনে যায়, উইকেটে আরও ফাটল ধরবে এবং ব্যাটসম্যানদের জীবন আরও কঠিন করে তুলবে। তাইজুল যদি প্রথম ইনিংসেই পাঁচ উইকেট পায়, তাহলে দ্বিতীয় ইনিংসে সে আরও কঠিন চ্যালেঞ্জ দিবে।'



promotional_ad

সাকিব আল হাসান নেই, ঘরের মাঠে টেস্ট। সাকিবের শূন্যতায় বাংলাদেশ দলের বোলিং আক্রমণের অলিখিত নেতা বনে যান তাইজুল ইসলাম। 


চলমান জিম্বাবুয়ে সিরিজে প্রতিবার বল হাতে নিয়ে ঠিক নেতার মতই সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। সিলেটে দুই ইনিংসে ১১ উইকেট নিয়ে বাংলাদেশের বোলিং একা টেনে নিয়ে গেছেন তিনি। 


একই ধারা বজায় রেখেছেন ঢাকা টেস্টেও। ফের পাঁচ উইকেট নিয়ে জিম্বাবুয়ের ত্রাস হিসেবে উপস্থিত সেই তাইজুল। 


মায়াবী স্পিনে টানা তিন ইনিংসেই পাঁচ উইকেট নেয়ার এলিট ক্লাবে জায়গা করে নেয়া তাইজুল ঢাকা টেস্টের চতুর্থ দ্বিতীয় ইনিংসে আরও ভয়ঙ্কর হয়ে উঠবে, এমন ধারনা জিম্বাবুয়ের অভিজ্ঞ ব্যাটসম্যান ব্রেন্ডন টেইলরের। 



'তাইজুল দারুন ফর্মে আছেন। সাকিব শূন্যতা সে পূর্ণ করছে সফলতার সাথে। যখন ওরা দুইজন একসাথে খেলে তখন তো কাজটা আরও কঠিন হয়ে যায়। সে দুর্দান্ত পারফর্ম করছে,' বলেছেন টেইলর।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball