promotional_ad

জিম্বাবুয়ের জয়ের নায়ক মুশফিক-রিয়াদরা!

মুশফিক ও রিয়াদ
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


উইকেটে ফাটল ধরে নি, বোলারের বুটের ক্ষত থেকে বল স্পিন করছিল না। ছিল না কোচ অধারাবাহিক বাউন্স। প্রতিপক্ষ দলের বোলিং আক্রমণে একমাত্র কাইল জারভিস ছাড়া কেউই ভীতি জাগানোর ক্ষমতাও কেউ রাখে না। আবার এই দলটিই টেস্ট খেলছে না প্রায় এক বছর হল। কিন্তু তবুও সাড়ে তিন দিনে জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের আঙ্???িনায় বাংলাদেশ হেরেছে ১৫১ রানের বিশাল ব্যবধানে। 


দৃষ্টিকটু ব্যাটিংয়ের চূড়ান্ত উদাহরণ সৃষ্টি করেই নতুন ভেন্যু সিলেট স্টেডিয়ামকে টেস্ট ক্রিকেটে স্বাগতম জানালো মাহমুদুল্লাহর বাংলাদেশ। ব্যাটিং ব্যাকরণ থেকে বেরিয়ে একের পর এক বাজে শট বাংলাদেশকে চূড়ান্ত লজ্জা দিয়েছে। 


বাংলাদেশ দলের দুই ইনিংস জুড়েই ছিল বাজে শট খেলার প্রতিযোগিতা। চতুর্থ দিনের শুরুতে নড়বড়ে শুরু করার পর দুই ওপেনার লিটন ও ইমরুলের জুটি যখন অর্ধশত ছাড়ায়, ঠিক তখন পার্টটাইমার সিকান্দার রাজার হাফ ট্র্যাকারে পুল করতে গিয়ে উইকেটের সামনে ধরা পড়েন লিটন।


অথচ বলের মান অনুযায়ী স্কয়ার লেগ বাউন্ডারিতে চার রান না হলেও দুই রান আদায় করতে পারতেন তিনি। প্রথম ইনিংসে ব্যর্থ মমিনুল হক দ্বিতীয় ইনিংসে এসে খেললেন শরীর থেকে বের হয়ে যাওয়া বল। ফিরলেন প্লেইড অন হয়ে। 



promotional_ad

অথচ টেস্টের দাবি মেটানোর ভাবনা থাকলে বলটা ছেড়েই খেলতে পারতেন তিনি। বড় অপরাধ করেছেন উইকেটে জমে যাওয়া ওপেনার ইমরুল কায়েস। ১০৩ বল খেলে ৪৩ রান করা ইমরুল অসময়ে খেলেছেন প্যাডেল সুইপ। ফুল লেন্থের বলে ভুল সময়ে ভুল শট নির্বাচন করে বিলিয়ে দিয়ে এসেছেন গুরুত্বপূর্ণ উইকেট। 


দলের বিপদে এক ধাপ এগিয়ে ব্যাট করে নেমেছিলেন টেস্ট ক্রিকেট বাজে ফর্মে থাকা মাহমুদুল্লাহ। কিন্তু সেই রাজার সোজা বলে স্কয়ার কাট খেলতে গিয়েছেন ইনিংসের শুরুতে, কট বিহাউন্ড হয়েছেন অফ ফর্মে থাকা ব্যাটসম্যানের মতই।


তরুন প্রতিভাবান ব্যাটসম্যান নাজমুল ইসলাম শান্তর আউট তো পুরো স্টেডিয়ামকে তাজ্জব বানিয়ে দিয়েছিল। লেগ স্পিনার মাভুতার বলে এক রকম ক্যাচ অনুশীলন করিয়েছেন তিনি। মধ্যাহ্ন বিরতির ঠিক দুই বল বাকি থাকতেই হাত ফসকে যাওয়া একদম নিরীহ ডেলিভারিটি মাঠের যে কোন প্রান্তে খেলতে পারতেন তিনি। কিন্তু শান্ত বেঁছে নিয়েছিলেন পয়েন্টে থাকা সিকান্দার রাজাকে। 


উপরের সারির ব্যাটসম্যানদের একের পর এক আত্মহত্যার পরও আশা প্রাদপ্রদীপ জ্বালিয়ে রেখেছিলেন মুশফিকুর রহিম। কিন্তু মধ্যাহ্ন বিরতির পর ভুল করে বসলেন তিনিও। নিজের প্রিয় স্লগ সুইপ খেলতে গিয়ে ক্যাচ আউট হয়েছেন তিনি। 


বাংলাদেশ ব্যাটিংয়ের এমন হাল দেখলে বলা যায়, জিততে নয়, জিম্বাবুয়েকে জেতাতে এসেছে তাঁরা। শেষ পর্যন্ত তাই হয়েছে, একই পথে হেঁটে দ্রুতই অল আউট হয়েছে বাংলাদেশ। জিম্বাবুয়ের পাতে তুলে দিয়েছে ঐতিহাসিক জয়, যার জন্য পাঁচ বছর অপেক্ষা করতে হয়েছে তাদের। 



সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয় করেছি জিম্বাবুয়ে। ঘরের বাইরে টেস্ট জয়ের হিসেব করতে গেলে আরও ১৭ বছর পেছনে যেতে হবে। লালচাঁন রাজপুত, জিম্বাবুয়ের কোচ এই জয়কে বাংলাদেশের ভুলের সফল বলে ইঙ্গিত দিতে দ্বিধা করেননি। 


'আমরা আশা করছিলাম বাংলাদেশি ব্যাটসম্যানরা শট খেলুক। কেউই আমাদের দলের ছেলেদের মত উইকেটে পড়ে থাকতে চায়নি। আর এই উইকেটে শট খেলা কঠিন। শট খেললে সুযোগ সৃষ্টি হবেই। আমরা সেই সুযোগটা নিয়েছি। আমরা তাদের ওপর চাপ সৃষ্টি করেছি, ওরা শট খেলে আউট হয়েছে,' বলেছেন রাজপুত। 


অধিনায়ক মাহমুদুল্লাহও অতিরিক্ত শট খেলার প্রবনতাকে নিজেদের আত্মাহুতি কারণ হিসেবে উল্লেখ করেছেন। 'এমন ব্যাটিংয়ের ব্যাখ্যা দেয়া আসলে খুবই কঠিন। একটা জিনিস বলতে পারি, টেস্ট ক্রিকেট খেলতে যেই ধরনের শৃঙ্খলা থাকা উচিত, আমার মনে হয় না আমরা সেই শৃঙ্খলা দেখাতে পেরেছি। 


'আমাদের এটা খুব ভালোভাবে চিন্তা করতে হবে। কারণ এভাবে ব্যাট করতে থাকলে মনে হয় না আমরা টেস্ট ক্রিকেটে কোন অবস্থানে থাকব। এটা আমাদের ইমেজের ইস্যু। আমাদের অবশ্যই শক্তভাবে ঘুরে দাঁড়াতে হবে। না হয় এভাবে টেস্ট খেলার কোন মানে হয় না।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball