promotional_ad

বোলিং আক্রমণ ভারসাম্যপূর্ণ ছিল নাঃ রোডস

স্টিভ রোডস, ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


সিলেট টেস্ট বাংলাদেশ দলের বোলিং আক্রমণ ভারসাম্যপূর্ণ ছিল না। জিম্বাবুয়ের ২০ উইকেট নেয়ার পরও দলের বোলিং আক্রমণ সাজাতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ।


তিন বিশেষজ্ঞ স্পিনারের সাথে এক বিশেষজ্ঞ পেসার নিয়ে সিলেট টেস্টের দল সাজিয়েছিল বাংলাদেশ। উইকেটের চরিত্র পড়তে ভুল করেছে বাংলাদেশ, তাই একাদশে দুই পেসারের বদলে এক পেসার নিয়েছে বাংলাদেশ। 



promotional_ad

প্রধান কোচ স্টিভ রোডস তৃতীয় দিনের খেলা শেষে বলেছেন, 'এই টেস্টে শেষ মুহূর্তের সিদ্ধান্ত বদলে ফেলতে হয়েছে। উইকেট দেখেই সিদ্ধান্ত নিয়েছি আমরা। আমরা ভেবেছি এক পেসার ও তিন স্পিনার নিয়ে খেলা আদর্শ হবে। 


'এই বোলিং আক্রমণ ভারসাম্যপূর্ণ ছিল না। অনেকটা ফিফটি ফিফটি সিদ্ধান্ত ছিল বলা যায়। তবে আমরা ২০ উইকেট নিতে পেরেছি। আমাদের ব্যাটিংটা ঠিক হয় নি, যার কারনে আমরা কিছুটা পিছিয়ে পড়েছি। সামনে আমাদের সুযোগ রয়েছে ঠিক করার।'


ওয়েস্ট ইন্ডিজ সফরের পর থেকেই প্রধান কোচ স্টিভ রোডস লম্বা দীর্ঘদেহী ফাস্ট বোলারের খোঁজে আছেন। বিদেশের মাটিতে বাংলাদেশের টেস্টের সাফল্য বাড়াতেই দলে গতির ঝড় তোলা বোলার ভেড়াতে চান তিনি।



স্টিভ রোডস সেই পুরনো সুরে কথা বলেছেন সিলেট টেস্টেও। তাঁর ভাষায়,


'আমি বাংলাদেশের জন্য দুইজন সত্যিকারের ফাস্ট বোলার পাওয়ার অপেক্ষায় আছি। বিদেশের মাটিতে যাওয়ার ঘরের মাঠে খেলার অভিজ্ঞতা থাকলে তাদের জন্য ভাল হবে। আমরা দল হিসেবে এই কম্বিনেশন দাঁড় করাতে মুখিয়ে আছি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball