লঙ্কানদের বিপক্ষে পাত্তাই পেল না টাইগার যুবারা

ছবি: ছবিঃ শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৫ ম্যাচ সিরিজের তৃতীয় ম্যাচে দাপুটে জয় পেয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। অধিনায়ক নিপুন পেরেরা ও নাভোদ পার্নাভিতানার দুর্দান্ত ব্যাটিংয়ে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ৮ উইকেটের জয় পেয়েছে লঙ্কান যুব দল।
ফলে পাঁচ ম্যাচের সিরিজে এসেছে ১-১ সমতা। ডাম্বুলা রনগিরি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শনিবার টস হেরে ব্যাট করতে নেমে ওপেনার তানজিদ হাসানের ব্যাটে দারুণ শুরু পায় বাংলাদেশ।
লাকশান গামাগের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ৩৬ বলে করেন ৩৮ রান। আরেক ওপেনার প্রীতম কুমার উইকেটে অনেকক্ষণ টিকে থাকলেও ৩৫ বলের ইনিংসে করেন ৮ রান। বাংলাদেশ দলের অধিনায়ক তৌহিদ হৃদয় আউট হয়েছেন ২০ করে।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের দলীয় ১১৪ রানের সময় বৃষ্টি নামলে সফরকারীরা আর ব্যাটিংয়ে নামতে পারেননি। সেই সময় বাংলাদেশের হয়ে মাহমুদুল হাসান ২৫ ও শামিম হোসেন ৫ রান করে অপরাজিত থাকেন।

বৃষ্টি আইনে লঙ্কানদের লক্ষ্য দাঁড়ায় ২৫ ওভারে ১৬১ রান। সেই লক্ষ্য ৬৮ বল বাকি থাকতেই পেরিয়ে যায় তারা। কামিলা মিশারাও পার্নাভিতানার ওপেনিং জুটি থেকে আসে ৬৬ রান। কামিলা ফেরেন ১২ বলে ২৬ রানের ইনিংস খেলে।
এরপর ৩৯ বলে ১০ চারে ৬২ রান করে আউট হন পার্নাভিতানা। রবিন্দু রাসানথাকে সঙ্গে নিয়ে বাকিটা সময়টা দেখে শুনে পাড়ি দিয়েছেন পেরেরা। অধিনায়ক পেরেরা খেলেন ১৫ বলে তিনটি করে ছক্কা-চারে অপরাজিত ৩৮ রানের ইনিংস।
আর রাসানথা অপরাজিত থাকেন ৩২ রান করে। বাংলাদেশ যুব দলের হয়ে শামীম হোসেন ও গালিব হাসান নেন ১ টি করে উইকেট। সিরিজের চতুর্থ ওয়ানডে অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলঃ ২৬.৪ ওভারে ১১৪/৩ (তানজিদ ৩৮, প্রিতম ৮, তৌহিদ ২০, মাহমুদুল ২৫*, শামিম ৫*; ভিজেসিংহে ০/৪২, ড্যানিয়েল ০/১৬, গামাগে ২/১৪, ডি সিলভা ১/২৫, সঞ্জয়া ০/১৩)
শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলঃ (লক্ষ্য ২০ ওভারে ১৬১) ১৩.৪ ওভারে ১৬১/২ (পার্নাভিথানা ৬২, মিশারা ২৬, রাসানথা ৩২*, পেরেরা ৩৮*; শরিফুল ০/৩৯, মৃত্যুঞ্জয় ০/৩৫, শামিম ১/২২, গালিব ১/৩৭, রকিবুল ০/৯)
ফলঃ ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল ৮ উইকেটে জয়ী