তাইজুলে ব্রেক-থ্রু পেল বাংলাদেশ

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

স্কোরঃ ৩৫/১, ১০.৪ ওভার
মাসাকাদজা ২১, চারি ১৩
বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার টেস্ট দিয়ে দেশের অষ্টম টেস্ট ভেন্যু হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামটি। এরই মধ্যে ঐতিহাসিক ম্যাচটিতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা।
ব্যর্থ রিভিউঃ

ইনিংসের তৃতীয় ওভারে পেসার আবু জায়েদ রাহি ব্রায়ান চারির বিপক্ষে লেগ বিফরের আবেদন করেন। আম্পায়ার ব্যাটসম্যানের পক্ষ নিলে রিভিউ নেয় বাংলাদেশ। পরবর্তীতে দেখা যায় বলটি ব্যাটের কোনায় লেগে পায়ে আঘাত করেছে। ফলে রিভিউটি নষ্ট হয় বাংলাদেশের।
তাইজুলের আঘাতঃ
রিভিউতে বেঁচে গেলেও সেটাকে বেশীক্ষণ ধরে রাখতে পারেন নি ব্রায়ান চারি। শুরুটা দেখে শুনেই করেছিলেন দুই ওপেনার। কিন্তু দলীয় ৩৫ রানে তাইজুল ইসলামের বলে বোল্ড আউট হয়ে সাজঘরে ফেরেন ওপেনার চারি।
বাংলাদেশ একাদশ-
লিটন কুমার দাস, ইমরুল কায়েস, মমিনুল হক, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), আরিফুল হক, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাজমুল ইসলাম অপু, আবু জায়েদ চৌধুরী রাহি।
জিম্বাবুয়ে একাদশ-
হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), ব্রায়ান চারি, ক্রেইগ আরভিন, ব্র্যান্ডন টেইলর, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, পিটার মুর, রেগিস চাকাবভা (উইকেটরক্ষক), ব্র্যান্ডন মাভুটা, ওয়েলিংটন মাসাকাদজা, কাইল জার্ভিস, টেন্ডাই চাতারা।