লর্ডসে ভিভ, সিলেটে আকরাম খান

ছবি: ছবি-সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ক্রিকেটের তীর্থভূমি লর্ডসের মতো সিলেট স্টেডিয়ামের অভিষেকটা হতে যাচ্ছে ঐতিহ্যবাহী। ‘দ্য ফাইভ মিনিট বেল’ বাজিয়ে শুরু হবে সিলেট স্টেডিয়ামের টেস্ট অভিষেক। শনিবার এই ঘণ্টা বাজানোর সম্মাননাটি পাবেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক আকরাম খান, বিষয়টি জানিয়েছেন বিসিবি পরিচালক শফিউল আলম নাদেল।
২০০৭ সালে সর্বপ্রথম ঘণ্টা বাজিয়ে টেস্ট শুরু করার ঐতিহ্য রচনা করেছিল লর্ডস। কিংবদন্তী ক্রিকেটার ভিভ রিচার্ডসের হাত ধরে সে সময় এই প্রথা শুরু করা হয়েছিল। আগামী কাল (শনিবার) ঘণ্টা বাজিয়ে সিলেট স্টেডিয়ামে এই ঐতিহ্যটি উদ্বোধন করতে যাচ্ছেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।

এর আগে বুধবার বিসিবি পরিচালক শফিউল আলম নাদেল সিলেটে সংবাদিকদের জানিয়েছিলেন, টেস্টের ঐতিহ্যের কাছে বাংলাদেশের নাম যোগ করতেই তাঁদের এমন আয়োজন।
‘টেস্ট ক্রিকেটের জন্য ঐতিহ্য হলো একটা বেল রাখা হয়। এখন অনেক জায়গায় ইলেক্ট্রনিক্স বেলও রাখা হয়। বা অন্যভাবেও ব্যবস্থা করা হয়। তো আমরা চিরায়ত ঐতিহ্যের কাছেই ফিরে যেতে চাই। সেকারণেই আমরা একটা বেল স্থাপন করব।'
জানা গেছে ২০০৬ সাল থেকেই ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে ঘণ্টা রয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে বাজান হয় না। তবে চট্টগ্রামের জুহুর আহমেদ স্টেডিয়ামে টেস্টের পূর্বে নিয়মিতই বাজান হয় এই ঘণ্টা।
এদিকে এই ঐতিহ্যে আনুষ্ঠানিকভাবে দুই বছর আগে নিজেদের নাম লিখিয়েছিল ভারতীয়রা। ২০১৬ সালে কলকাতার ইডেন গার্ডেনেও ঘন্টা বাজিয়ে টেস্ট শুরুর উদ্যোগ নেন ক্রিকেট অ্যাসোশিয়েশন অব বেঙ্গলের প্রধান সৌরভ গাঙ্গুলী।