promotional_ad

ফরম্যাট বদলে বাড়ছে ফিল্ডিং দুশ্চিন্তা

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


টাইগারদের সাথে যোগ দিয়েছেন ছয় মাস হল। এই ছয় মাসে টাইগারদের ফিল্ডিংয়ে একটু বেশিই সময় দিয়েছেন প্রধান কোচ স্টিভ রোডস। তবে এতদিন ওয়ানডে এবং টি-টুয়েন্টি ফরম্যাট মাথায় রেখে কাজ করেছেন তিনি।


এবার রোডসের নজর ক্রিকেটারদের মাঝে টেস্ট ফিল্ডিংয়ের মানসিকতা তৈরি করা। যে কারণে অনুশীলনে গুরুত্ব পাচ্ছে স্লিপ পজিশনে ফিল্ডিং এবং ক্লোজিং ফিল্ডিং। ইতিমধ্যে এ বিষয়ে কাজও শুরু করে দিয়েছেন তিনি। এক রাতেই এর সমাধান হবে না, জানেন কোচ নিজেও। তবে ক্রিকেটারদের উপর বিশ্বাস হারাচ্ছেন না এই ইংলিশম্যান।


নিজ মুখে লিটন দাস, মেহেদি মিরাজের মতো কয়েকজনের নামও নিয়েছেন তিনি, যারা কিনা কিছুটা পারদর্শী স্লিপিং পজিশনে ফিল্ডিং করায়। অনুশীলনের মাঝে থাকলে আরও বেশি শাণিত হবেন সকলেই, বিশ্বাস রাখছেন প্রধান কোচ স্টিভ রোডস।


promotional_ad

'আশা করি আমরা স্লিপ এবং ক্লোজ ফিল্ডিংয়ে উন্নতি করতে পারব। এটি অবশ্য খুব সহজ হবে না। আমরা যেটি করতে পারি তা হল ক্যাচিং মেশিনের মাধ্যমে অনুশীলন করা। আমাদের অনেক দূর যেতে হবে এখনও। আমি অবশ্য বলবো যে এরই মধ্যে অনেক ছেলেরা উন্নতি করছে এই ক্ষেত্রে। স্লিপ ক্যাচিংয়ে দারুণ করছে তাঁরা। লিটন অসাধারণ ভাল করছে। সে অসাধারণ একজন ফিল্ডার।


'তাঁর অনেক ভাল একটি ক্রিকেটীয় হাত রয়েছে। শান্তও স্লিপে ক্যাচ নিতে পারে। ইমরুলও সেটি পারে। মিরাজও আছে। সুতরাং আমাদের অনেকেই আছে যারা স্লিপ ফিল্ডিং পারে। তবে প্র্যাকটিস মেকস এ ম্যান পারফেক্ট। আশা করি আমরা বুঝতে পারব যে বাংলাদেশ কেন ফিল্ডিংয়ের ক্ষেত্রে সমস্যায় পড়ছে,' সিলেটে সাংবাদিকদের বলেছিলেন ইংলিশম্যান।


বাংলাদেশের ক্রিকেটারদের ফিল্ডিংয়ে দুর্বলতা, বিশেষ করে স্লিপিং পজিশনে বাজে অবস্থার মূল কারণ ঘরোয়া ক্রিকেটের উইকেটের ধরণ। যেখানে পেসাররা তেমন সুবিধা পায় না বিধায় স্পিনারদের দিয়েই অধিক পরিমাণে বোলিং করান হয়।


যার ফলে স্লিপে ক্যাচ ধরার চ্যালেঞ্জ নিতে হয় না তাঁদের। এমনকি অনুশীলন ক্যাম্পেও স্লিপে ক্যাচ নিয়ে অনুশীলন করে না তাঁরা। কিন্তু দেশের বাইরে খেলতে গেলে নিজেদের এই দুর্বলতা ভালভাবেই উপলব্ধি করে সবাই। 


'আমি আসলে বেশ দুঃখিত বাংলাদেশকে নিয়ে স্লিপ ফিল্ডিংয়ের ক্ষেত্রে। কারণ ঘরোয়া ক্রিকেটে আমাদের খুব বেশি স্লিপ ফিল্ডার থাকে না। সেখানকার উইকেট অনেক বেশি ফ্ল্যাট এবং স্লো, স্পিনাররা অনেক ওভার বোলিং করে।


'সুতরাং তাঁরা খুব বেশি প্রস্তুতি নিতে পারে না। এমনকি অনুশীলনেও তাঁরা স্লিপ ফিল্ডিংয়ে বেশি জোর দেয় না। সুতরাং তাদেরকে এই ক্ষেত্রে অনেক অনুশীলন করতে হবে। যখন আমরা দেশের বাইরে যাব আমাদের স্লিপে ক্যাচ নিতে হবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball