এবার টি-টুয়েন্টি লড়াইয়ে ইংল্যান্ড-শ্রীলঙ্কা

ছবি: ছবি - সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সিরিজের একমাত্র টি-টুয়েন্টিতে শনিবার মাঠে নামবে শ্রীলঙ্কা ও ইংল্যান্ড। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ঃ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে ম্যাচটি। তবে এই ভেন্যুতে লঙ্কানরা নিশ্চই তাঁদের অতীত পারফর্মেন্স ভুলে থেকেই মাঠে নামতে চাইবেন। কেননা এখানে খেলা শেষ ১৯ টি-টুয়েন্টির মধ্যে ১৫টিতেই হারের মুখ দেখেছে তাঁরা।
এর আগে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ইংলিশদের কাছে ৩-১ ব্যবধানে হারে শ্রীলঙ্কা। বৃষ্টির কারনে পরিত্যাক্ত হয়েছিল প্রথম ওয়ানডে ম্যাচটি। ঘরের মাঠে ওয়ানডে সিরিজ খোয়ানো লঙ্কানরা নিশ্চই এই ম্যাচটা জিততে মুখিয়ে থাকবে।
ওয়ানডে সিরিজের মত টি-টোয়েন্টি দল থেকেও বাদ পড়েছেন লঙ্কান দলের সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। তার অনুপস্থিতিতে নেতৃত্ব দেবেন অলরাউন্ডার থিসারা পেরেরা।

এই ম্যাচে শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপে আলাদাভাবে নজর থাকবে নিরোশান ডিকওয়েলা ও দীনেশ চান্দিমাল দিকে। বল হাতে আকিলা ধনঞ্জয়া, দুশমন্ত চামিরা ও অভিজ্ঞ লাসিথ মালিঙ্গা হতে পারেন তুরুপের তাস। তাছাড়াও নিজের দিনে সব আলো কেড়ে নিতে পারেন অলরাউন্ডার থিসারা পেরেরা।
অন্যদিকে ইংল্যান্ডের পাচ্ছে না ওপেনার জনি বেয়ারস্টো এবং লিয়াম ডওসন। ইনজুরিতে পড়া এই দুই ব্যাটসম্যান এখনো পুরোপুরি সেরে উঠেনি। তাই টপ অর্ডারে অ্যালেক্স হেলস ও জস বাটলারদের নিতে হবে বাড়তি দায়িত্ব।
বোলিং লাইন আপে ফিরেছেন ক্রিস জর্ডান, তাঁর সাথে আছেন আরেক পেসার ক্রিস ওকস। স্পিন বিভাগে থাকছেন মইন আলি।
এক নজরে দেখে নেয়া যাক দু'দলের সম্ভাব্য একাদশঃ
শ্রীলঙ্কাঃ- নিরোশান ডিকওয়েলা (উইকেটরক্ষক), কুশল মেন্ডিস, কুশল পেরেরা, দীনেশ চান্দিমাল, দাশুন শানাকা, থিসারা পেরেরা (অধিনায়ক ), ধনঞ্জয়া ডি সিলভা, আকিলা ধনঞ্জয়া, লক্ষ্মণ সান্দাকান, দুশমন্ত চামিরা, লাসিথ মালিঙ্গা।
ইংল্যান্ডঃ- জেসন রয়, অ্যালেক্স হেলস, জো রুট, ইয়ন মরগান (অধিনায়ক ), বেন স্টোকস, জস বাটলার (উইকেটরক্ষক) মইন আলী, ক্রিস ওকস, আদিল রশিদ, ক্রিস জর্ডান, অলি স্টোন/লিয়াম প্লানকেট।