ইংল্যান্ড বিশ্বকাপে সাত নম্বরের সমাধান সাইফুদ্দিন?

ছবি: মোহাম্মদ সাইফুদ্দিন, বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে আট নম্বরে খেলতে নেমে যেভাবে ব্যাটিং করেছেন মোহাম্মদ সাইফুদ্দিন তাতে স্বাভাবিকভাবেই অধিনায়ক মাশরাফির আস্থাভাজন হয়ে উঠেছেন তিনি। টাইগার দলপতির বিশ্বাস আগামী বিশ্বকাপে ইংল্যান্ডের মাটিতেও এভাবে ব্যাটিং করতে পারবেন সাইফুদ্দিন।
বিশেষ করে ইংলিশ কন্ডিশনে চার পেসার নিয়ে খেললে সেক্ষেত্রে সাইফুদ্দিনের ব্যাটিং দলকে ইতিবাচক ফলাফলও এনে দিবে বলে প্রত্যাশা করেন মাশরাফি। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওয়ানডেতে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে টাইগার দলপতি বলেন,

'সাইফুদ্দিন ভাল করেছে, ব্যাটিংও ভাল করেছে, বোলিংও ভাল করেছে তো অবশ্যই। সাইফুদ্দিন সাত-আটে যদি এভাবে ব্যাটিং করে, ইংল্যান্ডে কখনও কখনও ম্যাচ খেলতে হতে পারে চার পেস বোলার নিয়ে। সেক্ষেত্রে সাইফুদ্দিন যদি সাতে এভাবে ব্যাটিং করতে পারে তাহলে সেটা আমাদের জন্য অনেক ইতিবাচক ব্যাপার।'
শুধু সাইফুদ্দিনই নন, বর্???মানে দারুণ পারফর্ম করছেন স্পিনার নাজমুল ইসলাম অপুও। প্রথম ম্যাচে ৮ ওভার বোলিং করে ৩৮ রান খরচায় ২ উইকেট শিকার করেন তিনি। এরপর দ্বিতীয় ওয়ানডেতে উইকেট শুন্য থাকলেও ১০ ওভারে মাত্র ৪৩ রান খরচ করেন অপু। সুতরাং সবদিক থেকে বেশ কয়েকটি ইতিবাচক দিক রয়েছে দলের বলে মনে করছেন নড়াইল এক্সপ্রেস। বলেছেন,
'অপুও খারাপ বোলিং করছে না। তাঁর অভিষেক হয়েছে অল্প কয়েকদিন হল। সেও খারাপ করছে না। সুতরাং ইতিবাচক দিক বেশ কিছু আছে। তবে আরও সময় যখন যাবে তখন বোঝা যাবে। এখনও তো আর্লি স্টেজ, বাংলাদেশে খেলছে, সকলেই তাই আত্মবিশ্বাসী। কিন্তু আরও সামনে যখন যাবে, বড় ম্যাচের ক্ষেত্রে তখন আরও পরিষ্কার বোঝা যাবে।'
টাইগার অধিনায়ক আরও যোগ করেন, 'যেসব ইতিবাচক দিকের কথা বলছি, এগুলো নেতিবাচকভাবেও বলা যায় যেমন এশিয়া কাপ ফাইনাল। সুতরাং বড় মঞ্চে আমরা কেমন করি সেটাও কিন্তু ম্যাটার। এখান থেকেই আত্মবিশ্বাস তৈরি করতে হবে।'