টেস্ট সিরিজের দলে নতুনদের ভিড়

ছবি: বাংলাদেশ টেস্ট দল

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের স্কোয়াডে নতুন ক্রিকেটার দারুন সুযোগ করে দিয়েছেন নির্বাচকরা। ৩রা নভেম্বর থেকে শুরু হতে যাওয়া দুই টেস্টের সিরিজের স্কোয়াডে চার জন নতুন ক্রিকেটারকে রাখা হয়েছে।
অলরাউন্ডার আরিফুল হক, ব্যাটসম্যান মোহাম্মদ মিথুন ও স্পিনার নাজমুল ইসলাম অপুর সাথে স্কোয়াডে প্রথমবারের মত সুযোগ মিলেছে তরুন পেসার খালেদ আহমেদের। এনসিএলে দারুন ফর্মে থাকা খালেদকে লঙ্গার ভার্শনের জন্যই তৈরি করা হচ্ছিলো।
২৫ বছর বয়সী অলরাউন্ডার আরিফুল হক দীর্ঘদিন ধরে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলে আসছেন। ৭৬টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে সাড়ে তিন হাজারের মত রান করেছেন তিনি। মিডিয়াম পেস বোলিংয়ে একশ উইকেটও নিয়েছেন আরিফুল।
ঘরোয়া পর্যায়ের অভিজ্ঞতায় পিছিয়ে নেই মোহাম্মদ মিথুনও। ৮৮টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে প্রায় পাঁচ হাজার রানের মালিক তিনি। সম্প্রতি ওয়ানডে ক্রিকেটে জাতীয় দলের হয়ে ভাল ফর্মেও আছেন এঈ ডানহাতি।
এছাড়া স্কোয়াডে থাকা বাঁহাতি স্পিনে নাজমুল ইসলাম অপুও ভাল ফর্মে আছেন। সাদা বলের ক্রিকেটের জন্য যোগ্য বোলার হিসেবে বেশ নাম কুড়ালেও প্রথম শ্রেণীর ক্রিকেটে তাঁর রেকর্ড খারাপ নয়।
৫৪টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে ৩১ গড়ে ১৪৪ উইকেটের মালিক তিনি। পেসার হিসেবে দলে প্রথমবারের মত সুযোগ মিলেছে খালেদ আহমেদের। মূলত ঘরোয়া ক্রিকেট এবং বাংলাদেশ এ দলের পারফর্মেন্সের কারণে দুয়ার খুলেছে তাঁর।
এছাড়া তামিম ইকবাল ও সাকিব আল হাসান ইনজুরির কারণে টেস্ট দলে জায়গা পান নি। নিয়মিত অধিনায়ক সাকিব না থাকায় দলের নেতৃত্ব দিবেন মাহমুদুল্লাহ রিয়াদ।
বাংলাদেশ টেস্ট স্কোয়াডঃ

১। মাহমুউল্লাহ রিয়াদ (অধিনায়ক)
২। ইমরুল কায়েস
৩। লিটন কুমার দাস,
৪। মমিনুল হক
৫। নাজমুল হোসেন শান্ত
৬। মুশফিকুর রহিম
৭। আরিফুল হক
৮। মেহেদী হাসান মিরাজ
৯। তাইজুল ইসলাম
১০। আবু জায়েদ চৌধুরী রাহী
১১। শফিউল ইসলাম
১২। মুস্তাফিজুর রহমান
১৩। মোহাম্মদ মিথুন
১৪। খালেদ আহমেদ
১৫। নাজমুল ইসলাম অপু