উইন্ডিজদের জার্সিতে আর দেখা যাবে না ব্রাভোকে

ছবি: ডোয়াইন ব্রাভো

|| ডেস্ক রিপোর্ট ||
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। তবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ফ্র্যাঞ্চাইজি টি টুয়েন্টি লীগগুলোতে খেলা চালিয়ে যাবেন তিনি।
৩৫ বছর বয়সী এই ক্যারিবিয়ানের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল ২০০৪ সালে। এরপর থেকে তিনি দেশের হয়ে ৪০টি টেস্ট, ১৬৪টি ওয়ানডে এবং ৬৬টি টুয়েন্টি ম্যাচ খেলেছেন। তবে সর্বশেষ দেশের হয়ে তিনি খেলেছেন প্রায় দুই বছর আগে। ২০১৬ সালের সেপ্টেম্বরে পাকিস্তানের টি টুয়েন্টি ম্যাচে মাঠে নেমেছিলেন তিনি।

এদিকে একটি বার্তায় ব্রাভো নিশ্চিত করেছেন তাঁর অবসরের বিষয়টি। তিনি বলেছেন, 'আজকে আমি বিশ্ব ক্রিকেটকে নিশ্চিত করতে চাই যে আমি আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেটের সকল ফরম্যাট থেকে বিদায় নিয়েছি।'
ব্রাভো আরও বলেন, 'ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৪ বছর আগে আমার অভিষেকের দিনটি আমি এখনও মনে করি। আমি একটি মেরুন ক্যাপ পেয়েছিলাম ২০০৪ সালের জুলাইতে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে। ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নামার আগে যে উৎসাহ এবং আবেগ তখন আমি অনুভব করেছিলাম সেটি আমার পুরো ক্যারিয়ারেই ধরে রেখেছি।'
'যদিও আমাকে অবশ্যই নিজের জন্য এটা (অবসর) গ্রহণ করতে হবে একজন পেশাদার ক্রিকেটার হিসেবে। আমাকে অবশ্যই অন্য সকলের মতই অবসর নিতে হত। পরবর্তী প্রজন্মের ক্রিকেটারদের জন্য আন্তর্জাতিক অঙ্গন ছেড়ে দিতে হবে।'
উল্লেখ্য বিশ্বের ফ্র্যাঞ্চাইজি লীগগুলোতে ডোয়াইন ব্রাভো বেশ অনেক দিন থেকেই নিয়মিত খেলে আসছেন। আইপিএল, বিপিএল, সিপিএল, পিএসএলের মত জনপ্রিয় টুর্নামেন্টগুলোতে তাঁর চাহিদাও আকাশচুম্বী।