promotional_ad

শচীন, উইলিয়ামসনদের কাতারে ফজলে রাব্বি!

ফজলে রাব্বি, সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


শচীন টেন্ডুলকার, কেন উইলিয়ামসনদের মত ব্যাটসম্যানদের সাথে তুলনা করা কখনোই হয়তো সাজে না বাংলাদেশ দলে সদ্য অভিষিক্ত ফজলে রাব্বির। অথচ ক্রিকেটের এই মহারথীদের সাথেই একই কাতারে নাম লিখিয়েছেন ৩০ বছর বয়সী রাব্বি! 



promotional_ad

যদিও সেই তালিকাটি কোন সম্মানের নয়, বরং পরম লজ্জারই বলা চলে। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে শুন্য রানে ফিরেছিলেন, আশা ছিল দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়িয়ে অভিষেক ম্যাচের গ্লানি ভুলে যাবেন। কিন্তু সেটি আর হয়ে ওঠেনি ঘরোয়া ক্রিকেটে পরীক্ষিত এই পারফর্মারের। চট্টগ্রামে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতেও শুন্য রানে আউট হতে হয়েছে তাঁকে।


আর এরই সাথে টেন্ডুলকার, উইলিয়ামসনদের পাশে উঠে এসেছেন রাব্বি। কেননা নিজেদের আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুতে প্রথম দুই ওয়ানডেতে ডাক মারার রেকর্ড ছিল শচীন এবং উলিয়ামসনেরও। শুধু এই দুই জনই নন, তালিকায় আছেন সাদিরা সামারাবিক্রমা, রাইলি রুশোরাও। এমনকি বাংলাদেশের আরো তিন জন ব্যাটসম্যানও রয়েছেন এই তালিকায়। তাঁরা হলেন ডলার মাহমুদ, হারুনুর রশিদ এবং জিয়াউর রহমান।



দেখে নিন নিজেদের ক্যারিয়ারের প্রথম দুই ওয়ানডেতে শুন্য রানে আউট হওয়া ব্যাটসম্যানদের তালিকা- 


খেলোয়াড় দেশ অভিষেক
হারিলাল শাহ  কেনিয়া  ১৯৭৫ 
ফাউদ বাচ্চুস ওয়েস্ট ইন্ডিজ ১৯৭৮
রবার্ট কালান্দার  কানাডা  ১৯৭৯
সুশীল ফার্নান্ডো  শ্রীলঙ্কা  ১৯৮৩
আসিফ মুজতবা  পাকিস্তান  ১৯৮৬
হারুনুর রশিদ বাংলাদেশ  ১৯৮৮
শচীন টেন্ডুলকার  ভারত  ১৯৮৯
শাদাব কবির  পাকিস্তান  ১৯৯৬
ম্যাথিউ সিনক্লেয়ার  নিউজিল্যান্ড  ২০০০
চার্ল উইলোবাই  দক্ষিণ আফ্রিকা  ২০০০
রিয়ান ওয়ালটার্স নামিবিয়া ২০০৩
নিকোলাস ডি গ্রুট কানাডা  ২০০৩
জোয়ান ভ্যান ডার ওয়া  দক্ষিণ আফ্রিকা  ২০০৬
পিটার গিলেস্পি  আয়ারল্যান্ড  ২০০৬
ডলার মাহমুদ  বাংলাদেশ  ২০০৮
ফাহাদ আল হাশমি  আরব আমিরাত  ২০০৮
নাথান ম্যাককালাম নিউজিল্যান্ড  ২০০৯
চ্যাডউইক ওয়ালটন  ওয়েস্ট ইন্ডিজ  ২০০৯
কেন উইলিয়ামসন  নিউজিল্যান্ড  ২০১০
জিয়াউর রহমান বাংলাদেশ  ২০১৩
মোহাম্মদ শাহজাদ  আরব আমিরাত  ২০১৪
রাইলি রুশো  দক্ষিণ আফ্রিকা  ২০১৪
সাদিরা সামারাবিক্রমা শ্রীলঙ্কা  ২০১৭
ফজলে রাব্বি বাংলাদেশ ২০১৮


আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball