সাকিব তামিমদের পরেই মুশফিক

ছবি: মুশফিকুর রহিম

|| ডেস্ক রিপোর্ট ||
আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজারি রানের ক্লাবে পা রাখার জন্য আজকের আগে মুশফিকুর রহিমের প্রয়োজন ছিল মাত্র ২৫ রান। আর জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডতে খেলতে নেমেই সেই মাইলফলকটি স্পর্শ করে ফেলেছেন তিনি।
সফরকারীদের বিপক্ষে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলতে নেমে ব্যাট হাতে ৪০ রানের দারুণ একটি অপরাজিত ইনিংস খেলেছেন টাইগার উইকেট রক্ষক ব্যাটসম্যান। ফলে তৃতীয় বাংলাদেশী হিসেবে দশ হাজার রানের মাইলফলকে পৌঁছে গিয়েছেন মুশফিক। বর্তমানে তাঁর সর্বমোট সংগ্রহ ১০০১৫ রান।
এর আগে এই কৃতিত্ব ছিল শুধুই তামিম ইকবাল এবং সাকিব আল হাসানের। ২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে ক্যারিয়ার শুরু করা তামিম এখন পর্যন্ত খেলেছেন মোট ৩০৭টি ম্যাচ। যেখানে তাঁর সংগ্রহ ১১৮৮৪ রান। অপরদিকে দ্বিতীয়তে থাকা বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব ২০০৬ সাল থেকে এখন পর্যন্ত মোট ৩১৪ ম্যাচে ১০৫৪২ রান সংগ্রহ করেছেন।

এদিকে দেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার চতুর্থ এবং পঞ্চমে আছেন যথাক্রমে মাহমুদুল্লাহ রিয়াদ এবং সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। ২০০৭ সালে ক্যারিয়ার শুরু করা রিয়াদের সংগ্রহ ২৭৬টি ম্যাচে ৬৮৬২ রান। আর আশরাফুল ২০০১ থেকে ২০১৩ সাল পর্যন্ত মোট ২৫৯ ম্যাচে ৬৬৫৫ রান সংগ্রহ করেছিলেন।
আন্তর্জাতিক ক্রিকেটে সেরা পাঁচ রান সংগ্রাহক (বাংলাদেশের পক্ষে)
১। তামিম ইকবাল (ম্যাচ- ৩০৭, রান- ১১৮৮৪)
২। সাকিব আল হাসান (ম্যাচ- ৩১৪, রান- ১০৫৪২)
৩। মুশফিকুর রহিম- (ম্যাচ ৩৩০, রান- ১০০১৫)
৪। মাহমুদুল্লাহ রিয়াদ (ম্যাচ- ২৭৬, রান- ৬৮৬২)
৫। মোহাম্মদ আশরাফুল (ম্যাচ- ২৫৯, রান- ৬৬৫৫)