কোহলির থেকে অনেক কিছু শেখার আছেঃ তামিম

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আর মাত্র ৮১ রান করলেই ওয়ানডে ক্যারিয়ারে দশ হাজার রানের মালিক হবেন ভারতের অধিনায়ক ভিরাট কোহলি। সদ্য উইন্ডিজদের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ডানহাতি এই ব্যাটসম্যান হাঁকিয়েছেন ক্যারিয়ারের ৩৬তম শতক।
একের পর এক রেকর্ড নিজের করেই যাচ্ছেন তিনি। আর ক্রিকেটের তিন ফরম্যাটে রাজত্ব করতে থাকা ভারতীয় অধিনায়ককে মাঝে মাঝে মানুষ মনে হয় না বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবালের কাছে।

এক সাক্ষাতকারে তামিম কোহলিকে নিয়ে এমনই মন্তব্য করেছেন। তাঁর কাছে মনে হয় কোহলি মাঠে নামেনই শতক হাঁকানোর উদ্দেশ্য নিয়ে। ভারতীয় অধিনায়কের কাছ ???েকে অনেক কিছু শেখার আছে বলে মনে করেন তামিম।
'যে ভাবে খেলে মাঝে সাঝে তাকে মানুষ মনে হয়না। অসাধারণ একজন ক্রিকেটার। যখনি কোহলি ব্যাট করতে নামে মনে হয় আজকেও সে শতক হাঁকাবে।
নিজেকে যেভাবে সে নিয়ন্ত্রন করে, নিজের খেলা নিয়ে যেভাবে সে কাজ করে তা অবিশ্বাস্য। তিন ফরম্যাটের সেরা ব্যাটসম্যান কোহলি। তাকে দেখে অনেক কিছু শেখার আছে।'
এদিকে তামিমের চোখে বর্তমান সময়ে তিন ফরম্যাটের সেরা ব্যাটসম্যান কোহলি। ভারতীয় অধিনায়ককে অসাধারণ বলেও আখ্যায়িত করেছেন বাংলাদেশ জাতীয় দলের এই ওপেনার। বাঁহাতি এই ওপেনার আরও বলেন,
'সে অসাধারণ। ১২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে অনেক বড় বড় ক্রিকেটারের সঙ্গে খেলেছি। কিন্তু কোহলির ব্যাপারটা ভিন্ন। ক্রিকেটকে এভাবে রাজত্ব করতে আর কাওকে দেখিনি সে যেভাবে করছে।'