সিরিজ নিশ্চিতের ম্যাচে শেষ সুযোগ রাব্বির?

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অভিষেক ম্যাচে ফজলে রাব্বি সাজঘরে ফিরেছিলেন ০ রান করে। কিন্তু তাকে মাত্র এক ম্যাচ দেখেই কোন সিদ্ধান্তে পৌঁছাতে নারাজ দলপতি মাশরাফি বিন মর্তুজা। আরও একটি সুযোগ পেতে পারেন এই বাঁহাতি ব্যাটসম্যান।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে অধিনায়ক এমনটাই ইঙ্গিত দিয়েছেন। তাই চট্টগ্রামে নিজেকে প্রমাণ করার জন্য হয়তো আরেকটি সুযোগ পাচ্ছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। তিন নম্বর পজিশনেই নিজেকে মেলে ধরে দলে জায়গা পাকা করাই লক্ষ্য থাকবে তাঁর।
'ব্যক্তিগতভাবে আমি অবশ্যই মনে করি আরেকটি সুযোগ পাওয়া উচিত। একটা ম্যাচ দিয়ে বিচার করা কঠিন। যদি আপনি বলেন তাকে নেওয়া হলো কেন? তাহলে বলতে পারেন এটা একটা ভুল। কিন্তু নেওয়ার পর অবশ্যই আমি মনে করি তাকে সুযোগ দেওয়া উচিত। কারণ একটা ম্যাচ দিয়ে তাকে বিচার করা উচিত।'

আবার সবার ভিউটাও গুরুত্বপূর্ণ। একা দায়িত্ব নিয়ে তো আর খেলানোর সিদ্ধান্ত নেওয়া যায় না। আর পার্টিকুলার যে বলে আউট হয়েছে সেটাতেও দোষ দেওয়ার কিছু নেই। আর ক্রিকেট খেলা দোষাদুষির জিনিস না।
ব্যাকআপ আমরা নিকট অতীতে সব খেলোয়াড়কে করেছি। যতটুকু সম্ভব হয় করেছি। আমাদের বিলাসিতা করার সুযোগও নেই। ওটাও মাথায় রাখতে হবে। যেহেতু ব্যাকআপ করেছি। এখনও করছি। তাকে পূর্ণ সমর্থন দিতেই হবে। যতদূর সম্ভব তাকে সহযোগীতা করা।'
তবে দ্বিতীয় ওয়ানডেতেও একাদশে না থাকার সম্ভাবনা রয়েছে পেসার রুবেল হোসেনের। এছাড়া দ্বিতীয় ওয়ানডের একাদশে কোন পরিবর্তনের ইঙ্গিন মিলেনি। প্রথম ম্যাচের একাদশ নিয়েই সিরিজ জয় নিশ্চিত করতে নামবেন অধিনায়ক মাশরাফি।
ওপেনিংয়ে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ইমরুল কায়েসের সঙ্গী হিসেবে থাকবেন লিটন দাস। নিজের প্রিয় পজিশন চার নম্বরেই থাকবেন মুশফিকুর রহিম। মুশফিকের পর মোহাম্মাদ মিথুন এবং মাহউদুল্লাহ রিয়াদ থাকবেন যথাক্রমে।
আগের ম্যাচ ফিফটি হাঁকিয়ে ৭ নম্বর পজিশনটি নিজের করে নিয়েছেন সাইফউদ্দিন। অধিনায়ক মাশরাফি থাকছেন ৮'এ, এরপর মিরাজ, অপু এবং কাটার মাষ্টার মুস্তাফিজুর রহমান খেলবেন ১১ নম্বরে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশঃ লিটন দাস, ইমরুল কায়েস, ফজলে রাব্বি, মুশফিকুর রহিম, মোহাম্মাদ মিথুন, মাহমুদুল্লাহ রিয়াদ, সাইফউদ্দিন, নাজমুল ইসলাম অপু, মাশরাফি বিন মর্তুজা, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান।