সবার পরিকল্পনায় থাকবে বাংলাদেশঃ সালমা

ছবি: ছবি- সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
টি-টুয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে মঙ্গলবার দেশ ছাড়ার কথা রয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের। অধিনায়ক সালমা খাতুন সহ দলের সবারই একটাই লক্ষ্য বিশ্বকাপে ভালো পারফর্ম করা। আর বিশ্বকাপের জন্য তাঁদের আত্মবিশ্বাস হিসেবে কাজ করছে সম্প্রতি সময়ে তাঁদের দলীয় পারফর্মেন্স।
যদিও গেল মাসে পাকিস্তানের বিপক্ষে পারফর্মেন্স দিয়ে হতাশ করেছে তাঁরা। কিন্তু তারপরও বিশ্বকাপের আগে শুধু ভালো পারফর্মেন্স গুলো মাথায় রেখেই মাঠে খেলতে নামতে চান দলপতি সালমা।

তবে বিশ্বকাপের পথটা সহজ নয় বাংলাদেশের জন্য। কারণ শেষ চারে জায়গা করে নিতে হলে টাইগ্রেসদের জিততে হবে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা এবং উইন্ডিজদের মতো দলগুলোর বিপক্ষে।
দেশ ছাড়ার আগের দিন অধিনায়ক সালমা জানালেন, বাংলাদেশকে নিয়ে এখন সবাই চিন্তা করে। তাই তাঁদের চেষ্টা থাকবে বিশ্বকাপ থেকে ভালো কিছু নিয়ে আসার। সবাইকে আশা দিয়েই দেশ ছাড়বে বাংলাদেশ দল।
'গ্রুপ দুটোই বেশ শক্তিশালী, দুটো গ্রুপকেই শক্তিশালী করে দেখা হচ্ছে। এখন কিন্তু আমাদেরকে নিয়েও সবাই চিন্তা করে। আশা করছি সবকিছু মিলিয়ে আমরা খুব ভাল করব। সবাইকে আশা দিতে পারি এবার।'
অধিনায়ক সালমা আরও জানালেন, প্রত্যেকটা ম্যাচই চ্যালেঞ্জ তাঁদের জন্য। আর এখন টাইগ্রেসরা সব কিছু নিয়েই চ্যালেঞ্জ নিতে সিখেছেন বলেও মনে করেন তিনি। ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা করেই মাঠে নামতে চান তাঁরা।
'প্রতিটি ধাপেই আমাদের চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ নিয়ে খেলতে আমরা ভালবাসি, তাই চ্যালেঞ্জ নিচ্ছি আমরা। আশা করি ম্যাচ বাই ম্যাচ সেখানে আমরা দেখব কি করা যায়।'