টি- টুয়েন্টি লিগে খেলতে চান সাকিব, আপত্তি বিসিবির

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
আঙুলের ইনজুরি এখনও পুরোপুরি সারেনি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। কিন্তু ইতিমধ্যেই দুবাইয়ে একটি ফ্র্যাঞ্চাইজি লীগে খেলার জন্য বিসিবির কাছে অনাপত্তিপত্র চেয়েছিলেন তিনি। এখনই তাঁকে অনাপত্তিপত্র দেয়নি বিসিবি।
এই প্রসঙ্গে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান, 'সে (সাকিব) অনাপত্তিপত্র চেয়েছিল টি-টুয়েন্টি আসরে খেলার জন্য। কিন্তু তাঁকে অনুমতিপত্র দেওয়া হবে কিনা এই ব্যাপারে সিদ্ধান্ত হয়নি এখনও। একদিন বা দুইদিনের মধ্যে আমরা সিদ্ধান্ত নিয়ে জানাব।'
উল্লেখ্য, ডিসেম্বরের ১৯ তারিখ থেকে জানুয়ারির ১১ তারিখ পর্যন্ত আরব আমিরাতে অনুস্থিত হবে 'ইউএই টি-টুয়েন্টি এক্স' নামক টি-টুয়েন্টি আসর। এই আসরে খেলার জন্যই অনাপত্তিপত্র চেয়েছেন দেশের ক্রিকেটের পোস্টার বয় সাকিব।

তবে বিসিবি প্রাঙ্গনে জোর গুঞ্জন এই মুহূর্তে অনাপত্তিপত্র দেওয়া হবে না টাইগার অলরাউন্ডারকে। কেননা বছরের শুরুতেই আঙুলের ইনজুরিতে পড়েছিলেন সাকিব। এরপরে ক্রিকেট চালিয়ে নিলেও হাতের অবস্থা বরাবরই খারাপের দিকে যেতে থাকে তাঁর।
কিছুদিন আগে এশিয়া কাপ চলার মাঝামাঝি দেশে এসে ডাক্তারের শরণাপন্ন হন সাকিব। তাঁর আঙুল থেকে পুঁজ বের করে। এরপরে অস্ট্রেলিয়ায় গিয়ে সাকিব আবারও শল্যবিদের পরামর্শ নেন।
শল্যবিদের পরামর্শ অনুযায়ী, সাকিবের হাতের ঘা সুস্থের পথে, তবে ঘা বাড়লে অপারেশন করতে হবে দ্রুত। সাকিব যেহেতু এখন বিদেশে খেলতে চাইছেন, সেক্ষেত্রে বলাই যায় সাকিব খেলার মতো অবস্থায় আছেন।
জানিয়ে রাখা ভাল, হাতের ইনজুরি নিয়ে সাকিব নিদাহাস ট্রফি, আইপিএল, আফগানিস্তান সিরিজ, ওয়েস্ট ইন্ডিজ সিরিজ এবং এশিয়া কাপের শুরুর দিকে পর্যন্ত নিয়মিতই খেলেছেন। কিন্তু এরপরের আঙুলের ঘা ক্রমশ ক্ষতিগ্রস্ত হয় তাঁর।
সূত্র- ক্রিকবাজ