সাইফুদ্দিনের ক্যাচ টার্নিং পয়েন্ট ছিলঃ মাসাকাদজা

ছবি: ছবিঃ- ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
মোহাম্মদ সাইফুদ্দিন তখনও রানের খাতা খোলেননি। ডোনাল্ড তিরিপানোর বলে প্রথম স্লিপে ধরা পড়েছেন ক্রেইগ আরভিনের হাতে। কিন্তু ক্যাচটি মাটির সঙ্গে লেগে যাওয়ায় অনেক পরীক্ষা নিরীক্ষার পরে সেটাকে নটআউট দেন আম্পায়ার।
যদিও ক্যাচটি আদৌ হয়েছে কিনা সেটা বোঝাটা আম্পায়ারের জন্য বেশ কষ্টসাধ্যই ছিল। এদিকে সংবাদ সম্মেলনে জিম্বাবুয়ে অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজার দাবী, ওটা ছিল পরিষ্কার ক্যাচ। আর এই ক্যাচ না দেওয়াতে মাশুল গুনেছেন তাঁরা।

'ক্যাচটি ঠিকই ছিল। আমি ভেবেছি ওটাকে ক্যাচ দেওয়া হবে। এটা অবশ্যই টার্নিং পয়েন্ট ছিল। তবে ক্রিকেটে মাঝে মধ্যে এসব সিদ্ধান্ত আপনার পক্ষে আসবে, মাঝে মধ্যে বিপক্ষে যাবে। আজ আমরা তা পাইনি, এটাই আমাদের ম্যাচ থেকে ছিটকে দিয়েছে।'
এর আগে পুরস্কার বিতরণীতেও একই কথা বলেছেন জিম্বাবুয়ে দলপতি। 'আমার মনে হয়েছে আমরা জয় নিয়েই শেষ করতে পারতাম। সাইফুদ্দিনের ক্যাচ টার্নিং পয়েন্ট ছিল। এরপরেই তাঁরা ১২০ রানের মতো জুটি গড়েছে।'
উল্লেখ্য, ম্যাচের শেষ পর্যন্ত ৫০ রান করেন সাইফুদ্দিন। নিঃসন্দেহে ম্যাচটিতে তাঁর ইনিংসেই নতুন জাগরন ঘটেছে বাংলাদেশের। এদিকে সিরিজের বাকী দুই ওয়ানডেতে আরও ভাল করার লক্ষ্য জিম্বাবুয়ের। অধিনায়ক জানান,
'আমরা চেষ্টা করব আরও কিছু জায়গায় উন্নতি করার। তাহলে আমরা আজকের থেকে আরও বেশি ভাল খেলব।'