'শূন্যতে' ১৪তম রাব্বি

ছবি: ফজলে রাব্বি

|| ডেস্ক রিপোর্ট ||
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকটা ভাল হলো না ফজলে রাব্বির। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ১২৯তম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে পা রেখে নিজের প্রথম ইনিংসে আউট হয়েছেন শুন্য রানে।
তিন নম্বরে খেলতে নেমে টেন্ডাই চাতারার দারুন বাউন্সারে কট বিহাইন্ড হয়েছেন তিনি। মাত্র দুই বল খেলে চাতারার ব্যাক অব অ্যা লেন্থ থেকে লাফিয়ে ওঠা বলটি খেলতে গিয়ে উইকেটরক্ষক ব্র্যান্ডন টেইলরের হাতে শুন্য রানে ধরা পড়েন তিনি।

এরই সাথে দেশের ক্রিকেটে ১৪তম ব্যাটসম্যান হিসেবে অভিষেকে শুন্য রানে সাজঘরে ফেরার কীর্তি গড়লেন রাব্বি।
এর আগে সর্বপ্রথম অভিষেকে শুন্য রানে আউট হওয়ার কীর্তি আছে সামিউর রহমান। ১৯৮৬ সালে পাকিস্তানের বিপক্ষে অভিষেক ম্যাচেই ডাক মারেন তিনি। একই ম্যাচে নুরুল আবেদিন, জাহাঙ্গীর শাহ এবং গাজি আশরাফ হোসেন লিপুও শুন্য রানে আউট হয়েছিলেন।
দেখে নিন বাংলাদেশের হয়ে অভিষেকে শুন্য রানে আউট হওয়া ব্যাটসম্যানের তালিকা--
নম্বর | ব্যাটসম্যান | প্রতিপক্ষ | সাল |
১ | সামিউর রহমান | পাকিস্তান | ১৯৮৬ |
২ | নুরুল আবেদিন | পাকিস্তান | ১৯৮৬ |
৩ | জাহাঙ্গীর শাহ | পাকিস্তান | ১৯৮৬ |
৪ | গাজি আশরাফ হোসেন লিপু | পাকিস্তান | ১৯৮৬ |
৫ | হারুন-উর- রশিদ | ভারত | ১৯৮৮ |
৬ | রফিকুল ইসলাম | দক্ষিণ আফ্রিকা | ২০০২ |
৭ | মনিরুজ্জামান | ইংল্যান্ড | ২০০৩ |
৮ | আফতাব আহমেদ | দক্ষিণ আফ্রিকা | ২০০৪ |
৯ | এনামুল হক | জিম্বাবুয়ে | ২০০৫ |
১০ | ডলার মাহমুদ | পাকিস্তান | ২০০৮ |
১১ | নাইম ইসলাম | নিউজিল্যান্ড | ২০০৮ |
১২ | রুবেল হোসেন | শ্রীলঙ্কা | ২০০৯ |
১৩ | জিয়াউর রহমান | শ্রীলঙ্কা | ২০১৩ |
১৪ | ফজলে রাব্বি | জিম্বাবুয়ে | ২০১৮ |