promotional_ad

বিশ্বকাপ প্রস্তুতির প্রথম ধাপ জিম্বাবুয়ে সিরিজঃ মাশরাফি

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বিশ্বকাপের বাকী আর ৮ মাস। তাই এখন থেকেই আসন্ন বিশ্বকাপের কথা মাথায় রেখেই দল সাজাবে বাংলাদেশ দল। জিম্বাবুয়ে সিরিজ দিয়েই এই প্রক্রিয়া শুরু করতে চাইছেন কাপ্তান মাশরাফি বিন মর্তুজা।


তবে শুধু দল সাজানো নিয়ে মাথা ঘামালেই হবেনা, প্রত্যেক ম্যাচে জয় পাওয়াও গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন তিনি। দলের নতুন খেলোয়াড়দের এই সিরিজ দিয়েই পরখ করে দেখতে চান তাঁরা। 


promotional_ad

'অবশ্যই, কিছু নতুন খেলোয়াড়দের দলে নেয়া হয়েছে। সামনে বিশ্বকাপকে চিন্তা করে। তাদের দেখে নেয়ার এটাই সুযোগ। সেটাও মাথায় রাখতে হবে। একই সাথে ম্যাচ জেতাটাও খুবই গুরুত্বপূর্ণ।'


এদিকে এশিয়া কাপে দল সাজাতে গিয়ে অনেক অনিশ্চয়তার মাঝে থাকতে হয়েছে বাংলাদেশ দলকে। প্লেয়ারদের ইনজুরি সমস্যা প্রতিনিয়ত চিন্তায় ফেলেছে তাঁদের। কিন্তু জিম্বাবুয়ে সিরিজে তাঁরা জানেন কোন কোন খেলোয়াড়কে তাঁরা খেলাতে পাড়বেন।


অধিনায়ক মাশরাফি জানালেন, সেরা দল নিয়েই মাঠে নামবেন তাঁরা। আর প্রত্যেক সিরিজের প্রথম ম্যাচটি অনেক গুরুত্বপূর্ণ থাকে। তাই প্রথম ম্যাচে জয় ছাড়া অন্য কোন কিছু ভাবতে নারাজ কাপ্তান। মাশরাফি আরও বলেন,


'এশিয়া কাপে যেটা হয়েছে, দলের ওপর দিয়ে অনেক অনিশ্চয়তা গিয়েছে। এক এক ম্যাচে এক একজন করে অসুস্থ হচ্ছিল। দুজন তো টিম দলে বের হয়ে গিয়েছিল। এখন আমরা জানি ওই দুজন খেলবে না।


রুবেল হাসপাতালে ছিল, এটাও আপনারা জানেন। ইনজুরির দিক থেকে একটা জায়গা নিয়ে চিন্তা আছে। এছাড়া চেষ্টা থাকবে, সেরা দলটাই গড়া। আর যে কোন সিরিজের প্রথম ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ।' 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball