promotional_ad

সাকিবের অবর্তমানে বাড়তি দায়িত্ব মিরাজের কাঁধে

মেহেদী হাসান মিরাজ
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 


ইনজুরির কারণে বাংলাদেশ দলে নেই টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। দলের সেরা অলরাউন্ডারের অবর্তমানে আরেক অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের কাঁধে বাড়তি দায়িত্ব বর্তাবে বলে মনে করেন বাংলাদেশ দলের প্রধাণ কোচ স্টিভ রোডস।


"সাকিব অবিশ্বাস্যভাবে একজন প্রতিভাবান স্পিনার, ব্যাটসম্যান, ফিল্ডার এবং ট্যাকটিশিয়ান। তাঁর বদলী কখনোই সম্ভব নয়। আমাদের দলের অন্যান্য জায়গায় কাজ করতে হবে। এক্ষেত্রে মেহেদির কাঁধে কিছুটা বাড়তি দায়িত্ব বর্তাবে।"


promotional_ad

সাকিব থাকলে বাংলাদেশ দলের স্পিন বোলিং ইউনিটের নেতৃত্ব দেন তিনিই। এবার সেই দায়িত্ব কাঁধে নিতে হচ্ছে মিরাজের। সঙ্গে ব্যাট হাতেও দলের জন্য অবদান রাখতে হবে। তবে বল হাতে তাকে সহযোগীতা করতে পারেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ ও নবাগত ফজলে রাব্বি।


কোচ মনে করেন মাহমুদুল্লাহকে যত ভালো বোলার মনে করা হয় এর চেয়েও বেশিকিছু তিনি, "রিয়াদ অনেক ভাল একজন বোলার যতটা মানুষ তাঁকে মনে করে তার থেকেও। ফজলে যদি খেলে তাহলে সেও কিছু ওভার করতে পারে।"


মিরাজের সঙ্গে স্পিন ইউনিটে জুটি বাঁধতে পারেন আরেক স্পিনার নাজমুল ইসলাম অপুও। অপু খেললে দলে দুইজন কোয়ালিটি স্পিনার থাকবে বলে জানিয়েছেন রোডস।


"অপু একজন কোয়ালিটি স্পিনার। সে সংক্ষিপ্ত ফরম্যাটে এরই মধ্যে সেটি প্রমাণ করেছে এবং আমরা জানি যে সে ওয়ানডে ফরম্যাটে ভাল বোলিং করতে পারে। যদি অপু খেলে, তাহলে আমাদের দুইজন কোয়ালিটি স্পিনার থাকবে।"



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball