promotional_ad

দক্ষিণ আফ্রিকার লীগে খেলবেন ভাইকিংস তারকা

সিকান্দার রাজা, ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিতব্য নতুন টি টুয়েন্টি টুর্নামেন্ট এমজানসি সুপার লীগে (এমএসএল) খেলবেন জিম্বাবুয়ের তিন ক্রিকেটার ব্র্যান্ডন মাভুটা, সিকান্দার রাজা এবং শন উইলিয়ামস।


এরই মধ্যে নভেম্বর থেকে শুরু হতে যাওয়া এই লীগে খেলার জন্য চুক্তি স্বাক্ষর করেছেন তাঁরা। ​উইলিয়ামসকে মোট ২৪ হাজার ৫০০ ডলারে দলে ভিড়িয়েছে তুষওয়ানে স্পার্টানস দলটি।


অপরদিকে বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) চিটাগাং ভাইকিংসের হয়ে খেলা অলরাউন্ডার সিকান্দার রাজাকে দলে নিতে স্পার্টানসকে গুনতে হয়েছে ৭ হাজার ডলার।



promotional_ad

এই দলটিতে এবি ডি ভিলিয়ার্স, ইয়ন মরগান, লুঙ্গি এনগিদি এবং ডিন এলগারদের মতো তারকা ক্রিকেটাররাও খেলবেন।   


এদিকে মাভুটাকে দলে নিয়েছে ডারবান হিট। যেখানে ২১ বছর বয়সী এই ক্রিকেটারের পেছনে তাদের খরচ হয়েছে ১২ হাজার ৬০০ ডলার। 


এর আগে এই তিন জিম্বাবুইয়ান ক্রিকেটার এমএসএলের প্লেয়ার্স ড্রাফটের ৩৪২ জনের তালিকার মধ্যে ছিলেন।


যে তালিকায় জিম্বাবুয়ের ক্রিকেটারদের মধ্যে আরও ছিলেন ব্র্যান্ডন টেইলর, ক্রেইগ আরভিন, সলোমন মিরে, টেন্ডাই চাতারা, ক্রিস্টোফার পফু, এল্টন চিগুম্বুরা, কাইল জারভিস এবং নেভিল মাদজিভা।



উল্লেখ্য আগামী মাসের ১৬ তারিখ থেকে ডিসেম্বরের ১৬ তারিখ পর্যন্ত প্রথমবারের মত দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হবে এমজানসি সুপার লীগের (এমএসএল) আসর। টুর্নামেন্টটিতে অংশ নিবে মোট ছয়টি দল। 


সুত্র- ক্রিকইনফো 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball