শুরুতেই তাসকিনের আঘাত

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ-
টসঃ- চট্টগ্রাম
ঢাকা মেট্রো প্রথম ইনিংসঃ- ২৮৭/১০ (জাবিদ ৯০),
চট্টগ্রাম প্রথম ইনিংসঃ ২/১

জাতীয় ক্রিকেট লীগের তৃতীয় রাউন্ডের দ্বিতীয় দিন (এনসিএল) বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে চট্টগ্রামের বিপক্ষে ঢাকা মেট্রো গুঁটিয়ে গিয়েছে ২৮৭ রানে। আগের দিন ৭৯ রান নিয়ে দিন শেষ করা জাবিদ সাজঘরে ফিরেছেন ৯০ রানে।
দলের পক্ষে সামসুর রহমান শুভ ৫১ এবং শরিফুল্লাহ নেন ৪৫ রান। চট্টগ্রাম ডিভিশনের পক্ষে নায়েম হাসান নেন সর্বোচ্চ ৩টি উইকেট।
ঢাকার ৩০৪ রানের জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে বসেছে চট্টগ্রাম। তাসকিন আহমেদের প্রথম শিকার হয়ে বিদায় নিয়েছেন সাদিকুর রহমান।
ঢাকা মেট্রো
মার্শাল আইয়ুব, মোহাম্মদ আশরাফুল, মাহমুদউল্লাহ, তাসকিন আহমেদ, মেহরাব হোসেন, শামসুর রহমান, আরাফাত সানি, মোহাম্মদ ইলিয়াস, মেহেদি মারুফ, সৈকত আলি, মোহাম্মদ শরিফউল্লাহ, আসিফ আহমেদ রাতুল, শাদমান ইসলাম, আসিফ হাসান, আবু হায়দার রনি, আজমির আহমেদ, মোঃ শহিদুল, কাজি অনিক, নাইম শেখ।
চট্টগ্রাম
মুমিনুল হক, মাহিদুল ইসলাম অংকন, সাজ্জাদুল হক রিপন, ইয়াসির আলি রাব্বি, সাঈদ সরকার, মাহমুদুল হাসান জয়, ইরফান শুক্কুর, সাদিকুর রহমান, পিনাক ঘোষ, মোহাম্মদ সাইফউদ্দিন, নাঈম হাসান, ইফতেখার সাজ্জাদ রনি, ওয়াহিদুল আলম, শাখাওয়াত হোসেন, ইয়াসির আরাফাত মিশু, ইরফান হোসেন, হাসান মাহমুদ, ইমরুল করিম, তাসামুল হক, জুবায়ের হোসেন লিখন