শুন্য থেকে রাব্বির নতুন যাত্রা

ছবি: ছবি- সংগৃহীত

ঘরোয়া ক্রিকেটে ফজলে রাব্বির ১৪ বছরের অভিজ্ঞতা থাকলেও আন্তর্জাতিক ক্রিকেটে একদম শুন্য থেকে শুরু করতে হবে তাঁকে। জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশ দলে ডাক পেলেও প্রতিপক্ষ সম্পর্কে কোন ধারনা নেই এই বাঁহাতি ব্যাটসম্যানের।
তবে প্রতিপক্ষ কে সেটা নিয়ে না ভেবে পারফর্মেন্সকেই ঊর্ধ্বে রাখছেন ৩০ বছর বয়সী এই ক্রিকেটার। স্কোয়াডে ডাক পাওয়ার পর সোমবার নিজের প্রথম অনুশীলন সেশন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাব্বি বলেন,
'আমার একদমই আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা নেই। আমি জানি না জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া বা অন্য কোন দলের সাথে খেলছি।

আমি আমার মতই খেলব, যদি সুযোগ পাই। আমি কার সাথে খেলছি এটা বড় না। কি খেলছি এটাই বড়।'
এদিকে দীর্ঘ প্রতিক্ষার পর জাতীয় দলে সুযোগ পাওয়া রাব্বি আরও জানিয়েছেন, এখন শুধু পারফর্মেন্স নিয়েই ভাবতে চান তিনি। এতবছর ঘরোয়া ক্রিকেট খেলে নিজেকে প্রমাণ করে আসা রাব্বি চেষ্টা করবেন নিজের সেরাটা দেয়ার।
'খুব বেশি কিছু মনে করতে পারছি না। এই মুহূর্তে আমি শুধু চিন্তা করছি নিজের পারফর্মেন্স নিয়ে। আমি এত বছর খেলেছি। আমার মোটামুটি প্রমান করা হয়ে গেছে ওই পর্যায়ে।
এখানে এসে আমি নতুন করে কিছু করতে পারব না। আমি যেটা পারি, সেটাই করার চেষ্টা করব।'