সাকিবের বদলি ফজলে রাব্বিঃ নান্নু

ছবি: ছবিঃ- সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
আঙুলের ইনজুরির কারণে ক্রিকেটের বাইরে সাকিব আল হাসান, আর তাঁর অনুপস্থিতিতে তাঁরই জায়গায় আসন্ন জিম্বাবুয়ে সিরিজে দলে নেওয়া হয়েছে বাঁহাতি ব্যাটসম্যান ফজলে মাহমুদ রাব্বিকে, বলে মন্তব্য করেছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
'আমরা রাব্বিকে সাকিব আল হাসানের বদলী হিসেবে দলে নিয়েছে। কারণ সে ব্যাটিং এর সাথে বাঁহাতি স্পিন দিয়ে অবদান রাখতে পারবে।'

তবে দলে জায়গা পেতে স্বাভাবিকভাবেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে রাব্বির সাম্প্রতিক পারফর্মেন্স। 'ও ঘরোয়া ক্রিকেটে বেশ নিয়মিত পারফর্মার। আয়ারল্যান্ডে এ দলের সিরিজেও ভাল করেছে সে।'
উল্লেখ্য, বেশ কিছুদিন যাবত দারুণ পারফর্মেন্স উপহার দিয়ে চলেছেন রাব্বি। চলমান জাতীয় ক্রিকেট লিগেই বরিশালের হয়ে ১৯৫ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন তিনি। আয়ারল্যান্ড 'এ' দলের বিপক্ষে হাঁকিয়েছেন দুটি ফিফটি।
এছাড়া ৩০ বছর বয়সী রাব্বির প্রথম শ্রেণীর ক্যারিয়ারও বেশ দারুণ। এখন পর্যন্ত ৬৮ টি ম্যাচ খেলে প্রথম শ্রেণীর ক্রিকেটে করেছেন ৩৩ এর বেশি গড়ে সাতটি সেঞ্চুরি ও ১৭ টি হাফসেঞ্চুরি যোগে ৩৭১৫ রান।
এছাড়া লিস্ট 'এ' ক্রিকেটেও বেশ উজ্জ্বল তাঁর ক্যারিয়ার। ১২ টি হাফসেঞ্চুরি এবং চারটি ফিফটি যোগে ২২০০ রান করেছেন ৮০ টি ম্যাচে। আর ব্যাটিংয়ের পাশাপাশি বাঁহাতি অফ স্পিনে পারদর্শী তিনি।