রোডসের পছন্দেই দলে সাইফুদ্দিন

ছবি: ছবিঃ- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
জাতীয় দলের পেস অলরাউন্ডারের ঘাটতি মোহাম্মদ সাইফুদ্দিনকে দিয়েই পূরণ করতে চান কোচ স্টিভ রোডস, জিম্বাবুয়ে সিরিজের দল ঘোষণার পরে এমনটাই জানান, জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
'আমাদের প্রধান কোচ তাঁকে (সাইফুদ্দিন) দেখে মুগ্ধ হয়েছেন। আমাদের তো একজন পেস বোলিং অলরাউন্ডার দরকার ছিল। তাঁকে লোয়ার অর্ডারে সুযোগ দিতে সমস্যা দেখি না। আমরা এখনও তাঁর মত একজনকে খুঁজছি, যে কিনা লোয়ার অর্ডারে ব্যাটিং করতে পারে এবং একই সাথে বল হাতে কার্যকরী।'

তবে আন্তর্জাতিক অঙ্গনে সাইফুদ্দিনের ক্ষুদ্র অতীত বেশি সুখকর নয়। অতীত ভুলে আসন্ন জিম্বাবুয়ে সিরিজে তিনি ভাল পারফর্মেন্স করবেন, বলে মনে করছেন নান্নু।
'এটা সত্যি, সে (সাইফুদ্দিন) আন্তর্জাতিক অঙ্গনে সবাইকে পারফর্মেন্স দিয়ে আকর্ষণ করতে পারেনি। কিন্তু আমি নিশ্চিত সে অতীতের স্মৃতি পেছনে ফেলে সামনে এগিয়েছে।'
উল্লেখ্য, জাতীয় দলে মোহাম্মদ সাইফুদ্দিনের শুরুটা হয়েছিল গত বছরের দক্ষিণ আফ্রিকা সফরে। সেবার একটি ওয়ানডে এবং দুটি টি-টুয়েন্টি ম্যাচে খেলার সুযোগ পেলেও ভাল পারফর্মেন্স উপহার দিতে পারেননি তিনি।
বরঞ্চ ডেভিড মিলারদের কাছে বল হাতে অতিরিক্ত খরুচে বোলার হয়েই সিরিজ শেষ করেছিলেন। এরপরে চলতি বছরের শুরুতে ত্রিদেশীয় সিরিজে খেলে দল থেকে বাদ পড়েন তিনি, এরপরে সুযোগ মেলে আসন্ন জিম্বাবুয়ে সফরে।
মাঝের সময়টায় বাংলাদেশ 'এ' দলের হয়ে দারুণভাবে কাটিয়েছেন সাইফুদ্দিন। আয়ারল্যান্ডের 'এ' দলের বিপক্ষে চারটি ওয়ানডে খেলে ছয় উইকেট এবং তিনটি টি-টুয়েন্টিতে নিয়েছিলেন নয় উইকেট, এছাড়াও ব্যাট হাতে ছিল তাঁর গুরুত্বপূর্ণ অবদান।