শ্রীলংকা- ইংল্যান্ডের প্রথম ওয়ানডে পরিত্যক্ত

ছবি: ছবিঃ- এএফপি

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ড এবং শ্রীলংকার মধ্যকার পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। এদিনে টসে জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রন জানায় শ্রীলংকা।
বৃষ্টির আগ পর্যন্ত ১৫ ওভার খেলা হয়। ইংল্যান্ড সেসময় পর্যন্ত সংগ্রহ করে দুই উইকেটের বিনিময়ে ৯২ রান। উইকেটে ছিলেন জো রুট (২৫*) এবং অধিনায়ক ইয়োইন মরগান (১৪*)

এর আগে দুই ওপেনার জেসন রয় এবং জনি বেয়ারস্টো যথাক্রমে ২৪ এবং ২৫ রান করে বিদায় নেন। শ্রীলংকার হয়ে একটি করে উইকেট নেন আকিলা ধনঞ্জয়া এবং নুয়ান প্রদীপ।
বৃষ্টি হওয়ার পরে আর একটি বলও মাঠে না গড়ালে দুই আম্পায়ার ম্যাচটিকে পরিত্যক্ত ঘোষণা করেন। সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে আগামী শনিবার, ডাম্বুলায়।
প্রথম ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় সিরিজে এগিয়ে যেতে পারলো না কোন দলই। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজটি শেষ হওয়ার পরে একটি টি-টুয়েন্টি ম্যাচে অংশ নিবে দুই দল। এরপরেই তিন ম্যাচের টেস্ট সিরিজে অংশ নেবে তাঁরা।